জাপানি হোন্ডা আন্তর্জাতিক বাজারে ১৬০ সিসির নতুন মোটরসাইকেল আনল। হোন্ডা মোটরসাইকেল অ্যান্ড স্কুটার ইন্ডিয়া বা এইচএমএসআই সম্প্রতি এসপি১৬০ বাইকের নতুন ভার্সন লঞ্চ করেছে। উল্লেখযোগ্য আপডেট হিসাবে এখন ওবিডি২বি (OBD2B) নির্গমনবিধি পালনকারী ইঞ্জিন পেয়েছে।
২০২৫ এডিশনের হোন্ডা এসপি১৬০ মডেলের দাম ভারতে সোয়া লাখ রুপি থেকে শুরু। বাইকটিতে বেশ কিছু নতুন ফিচার যুক্ত হয়েছে। ফলে বাজারে প্রতিযোগিতা জেরদার করতে সক্ষম করেছে।
বিজ্ঞাপন
হোন্ডা সম্প্রতি সময়ে তাদের কমিউটার বাইক রেঞ্জে আপডেট দেওয়া শুরু করেছে। যার মধ্যে অ্যাক্টিভা ১২৫ এবং এসপি ১২৫ এর আপডেট ভার্সন ইতিমধ্যেই বাজারে এসেছে। পাশাপাশি ইউনিকর্ন ১৬০-এর নতুন সংস্করণও হাজির করেছে সংস্থা।
নতুন হোন্ডা এসপি১৬০ বাইকটি আগের তুলনায় আরও শার্প এবং স্টাইলিশ ডিজাইনের সঙ্গে এসেছে। সামনের প্রোফাইলটি আরও অ্যাঙ্গুলার হয়ে উঠেছে, যেখানে নতুন এলইডি হেডল্যাম্প সংযুক্ত। বাইকটির বডি ডিজাইনে বড় ধরনের পরিবর্তন আনা হয়নি। তবে ফুয়েল ট্যাঙ্কের দুই পাশে শক্তিশালী কাঠামো এবং আন্ডারকাউল ডিজাইন দেওয়া হয়েছে। এছাড়াও, এগজস্ট মাফলারে একটি ক্রোম কভার এবং এলইডি টেললাইট সংযুক্ত হয়েছে।
বিজ্ঞাপন
এসপি১৬০ বাইকটি এখন চারটি নতুন রঙে উপলব্ধ – রেডিয়েন্ট রেড মেটালিক, পার্ল ইগ্নিয়াস ব্ল্যাক, পার্ল ডিপ গ্রাউন্ড গ্রে এবং অ্যাথলেটিক ব্লু মেটালিক।
আরও পড়ুন: হোন্ডা ইউনিকর্ন এলো নতুন রূপে
নতুন ফিচার এবং প্রযুক্তি
২০২৫ এডিশনের হোন্ডা এসপি১৬০ মডেলে যুক্ত হয়েছে ৪.২ ইঞ্চির টিএফটি ড্যাশবোর্ড, যা ব্লুটুথ কানেক্টিভিটি সমর্থন করে। এটি সেই একই ইউনিট যা হোন্ডার অ্যাক্টিভা ১২৫-এ সম্প্রতি যুক্ত হয়েছে। এই ড্যাশবোর্ডটি হোন্ডা রোডসিঙ্ক অ্যাপের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রিয়েল-টাইম টার্ন-বাই-টার্ন নেভিগেশন, কল ও এসএমএস নোটিফিকেশন, মিউজিক প্লেব্যাক এবং আরও অনেক কিছু প্রদান করে। দৈনন্দিন ব্যবহারে সুবিধা দিতে বাইকটিতে টাইপ-সি ইউএসবি চার্জিং পোর্টও যুক্ত হয়েছে।
ইঞ্জিন এবং পারফরম্যান্স
নতুন হোন্ডা এসপি১৬০ বাইকটি একই ১৬২.৭১ সিসি সিঙ্গেল-সিলিন্ডার, ফুয়েল ইনজেক্টেড ইঞ্জিন দ্বারা চালিত হয়, যা এখন ওবিডি২বি কমপ্লায়েন্ট। ইঞ্জিনটি ৭৫০০ আরপিএম-এ ১৩ বিএইচপি শক্তি এবং ৫২৫০ আরপিএম-এ ১৪.৮ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এর সঙ্গে একটি ৫-স্পিড গিয়ারবক্স যুক্ত হয়েছে। সাসপেনশনের জন্য সামনে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পেছনে মোনোশক ব্যবহার করা হয়েছে। ব্রেকিং পারফরম্যান্সের জন্য সামনে এবং পেছনে ডিস্ক ব্রেকের সুবিধা বর্তমান। যার সাঙ্গে আবার সিঙ্গল চ্যানেল এবিএস (এবিএস) যুক্ত।
এজেড