শীতকালে দীর্ঘক্ষণ মোটরসাইকেল না চালালে বাইক স্টার্ট নিতে চায় না। শীতকালে ঠোঁট ফাটা, ত্বক শুষ্ক হয়ে যাওয়ার মতো এটাও একটা সমস্যা। সকালে বাইক স্টার্ট না নেওয়া। তাই নিজের সঙ্গে প্রিয় বাহনটিরও এবার একটু বাড়তি যত্নের প্রয়োজন। না হলে সকালে তড়িঘড়ি কাজে বেরোতে গিয়ে দেখবেন, মোটরসাইকেল স্টার্ট নিচ্ছে না। কিছু টিপস রইল। শীতকালে বাইকের স্টার্ট সমস্যা মেটাতে যা কাজে লাগতে পারে।
বিজ্ঞাপন
বিএস সিক্স মডেল-এর বেশিরভাগ মোটরসাইকেলে এখন আর কিক স্টার্ট থাকে না। তবে আপনার বাইকে যদি কিক স্টার্ট থাকে তা হলে আপনার সমস্যা অর্ধেক মিটে যাবে। শীতের সকালে বাইকের প্রথম স্টার্ট দিন কিক করে। দেখবেন সারাদিন বাইকের স্টার্ট প্রবলেম আর হচ্ছে না।

স্পার্ক প্লাগ বাইকের একটি গুরুত্বপূর্ণ অংশ। স্পার্ক প্লাগ ঠিকঠাক কাজ না করলে বাইক স্টার্ট নিতে সমস্যা হবে। তাই স্পার্গ প্লাগ পরিষ্কার করা উটিত নিয়মিত ব্যবধান মেনে। অনেকে তো বাড়িতেও স্পার্ক প্লাগ পরিষ্কার করে নেন। স্পার্ক প্লাগ খোলার টুল কিট তো আপনার বাইকের সিটের নিচেই আছে।
অনেক সময় সকালের দিকে ইঞ্জিনে পেট্রোলের ঘাটতি হতে পারে। তাই বাইক স্টার্ট নিতে সমস্যা করতে পারে। এমন পরিস্থিতিতে চোক ব্যবহার করুন। তবে এখন বেশিরভাগ বাইকে অটো চোক। ফলে সেক্ষেত্রে এই টিপস কাজে লাগবে না।

বাইক মেইনটেনেন্স একটি গুরুত্বপূর্ণ বিষয়। নিজের প্রিয় বাহনটিকে সময়মতো সার্ভিসে দিন। অনেক সময় ইঞ্জিন অয়েল-এর থিকনেস কমে গেলে শীতে তা কার্যকরী থাকে না। ফলে নির্ধারিত সময়ে ইঞ্জিন অয়েল বদল করা দরকার। এছাড়া বাইক সময়মতো সার্ভিস না হলে বিভিন্ন জায়গায় কার্বন জমার আশঙ্কাও থাকে।
রোজ বাইক না চালালেও শীতকালে ২-১ দিনের ব্যবধানে স্টার্ট দিন। এক্সিলারেট করার আগে বাইক চালু অবস্থায় কিছুটা সময় ইঞ্জিন গরম হতে দিন।
এজেড

