শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরোর সবচেয়ে কম দামের ইলেকট্রিক স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৭ ডিসেম্বর ২০২৪, ১০:২৯ এএম

শেয়ার করুন:

hero electric scooter

ইলেকট্রিক টু হুইলার সেগমেন্টে বিশেষ গুরুত্ব আরোপ করেছে হিরো মোটোকর্প। স্কুটারের ক্রমবর্ধমান চাহিদা প্রত্যক্ষ করে এমন সিদ্ধান্ত সংস্থার। তাদের বৈদ্যুতিক দুই চাকার গাড়ির সাব-ব্র্যান্ড ভিডার অধীনে ভিডা ভি২ প্রো এবং ভি২ প্লাসের সঙ্গেই একটি তুলনামূলক সস্তার স্কুটি উন্নয়নের কাজ চালাচ্ছে হিরো। এটি হচ্ছে হিরো ভিডা ভি২ লাইট। এক লাখের কমেই বাজারে হাজির হতে পারে মডেলটি।

হিরো ভিডা ভি২ লাইট কোম্পানির বিদ্যমান ভি১ ইলেকট্রিক স্কুটারের অনুরূপ ডিজাইনসহ বাজারে আসবে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়েছে। কিন্তু নতুনত্ব হিসাবে এতে নয়া কালার স্কিম যোগ করা হয়েছে। যথা এটি ম্যাট অ্যাব্রাক্স অরেঞ্জ, গ্লসি স্পোর্টস রেড, গ্লসি ব্ল্যাক এবং ম্যাট হোয়াইট। স্কুটারের চেহারা আকর্ষণীয় হলেও এটি সাশ্রয়ী মূল্যেই বাজারে আসবে।


বিজ্ঞাপন


hero_[c

রিপোর্টে দাবি করা হয়েছে, ভিডা ভি২ লাইটে একটি ২.২ কিলোওয়াট আওয়ার ক্ষমতার ব্যাটারি অফার করা হতে। যা ফুল চার্জে ৬৪ কিলোমিটার রেঞ্জ প্রদান করবে। এস সঙ্গে থাকছে একটি ৩.৯ কিলোওয়াট ইলেকট্রিক মোটর। এটি প্রতি ঘণ্টায় ৬৯ কিলোমিটার গতিবেগ তুলতে সহায়তা করবে।

আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে সস্তা ১০০ সিসির মোটরসাইকেল এটাই

তাৎপর্যপূর্ণ বিষয়, হিরো ভি২ লাইটের ব্যাটারির ৮০ শতাংশ চার্জ হতে প্রায় সাড়ে তিন ঘণ্টা সময় লাগবে বলে দাবি করা হয়েছে।


বিজ্ঞাপন


hero

হার্ডওয়্যারের প্রসঙ্গে বললে, ভি২ লাইটের সামনে ডিস্ক এবং পেছনে ড্রাম ব্রেক থাকবে। সাসপেনশন হিসেবে ব্যবহার করা হবে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং রিয়ার মোনোশক। এটি ১২ ইঞ্চি হুইলের উপর ভর করে চলবে। উল্লেখযোগ্য ফিচার হিসাবে রয়েছে ফলো মি হোম লাইট, কী-লেস অপারেশন, ক্রুজ কন্ট্রোল, টু-ওয়ে থ্রটল, ইনকামিং কল অ্যালার্ট এবং সম্পূর্ণ এলইডি লাইট।

প্রসঙ্গত, ভিডা ভি২ লাইট শিগগিরই বাজারে আসতে চলেছে। এটি হিরো মটোকর্পের অধীন ভিডা ব্র্যান্ডের জনপ্রিয়তা বাড়ানোর একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে আনা হচ্ছে। বাজেট-সচেতন ক্রেতাদের কাছে এটি একটি আদর্শ ইলেকট্রিক স্কুটার হয়ে উঠতে পারে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর