কেটিএমের জনপ্রিয় মোটরসাইকেল ২৫০ ডিউক মডেলের দাম কমেছে ভারতে। বাইকটি এখন কেনা যাচ্ছে সোয়া দুই লাখ রুপিতে। আগে এই মডেলের দাম ছিল আড়াই লাখ রুপি। এটা মূলত ২৫০ সিসির একটি চমৎকার মোটরবাইক। ডার্ক গালভানো, ইলেকট্রনিক অরেঞ্জ এবং আটলান্টিক ব্লু – এই তিনটি রঙ বাইকটি কেনা যাবে। সবগুলো কালারেই ডিসকাউন্ট দেওয়া হয়েছে।
কেটিএম ২৫০ ডিউক মডেলে রয়েছে টিএফটি ডিসপ্লে। বাইকের যাবতীয় গুরুত্বপূর্ণ বিবরণ ফুটে উঠবে এতে। চালক সবকিছুই মনিটর করতে পারবেন। এতে রয়েছে দুটি রাইডিং মোড – স্ট্রিট এবং ট্র্যাক। এছাড়াও টার্ন-বাই-টার্ন ন্যাভিগেশনও দেওয়া হয়েছে। স্মার্টফোনের সঙ্গে কানেক্ট করা যায়। বাম হ্যান্ডেলবারে সুইচ কিউবসের মাধ্যমে কন্ট্রোল করতে পারেন চালক। বে, আগের মডেলেও ব্লুটুথ কানেকটিভিটি ছিল।
বিজ্ঞাপন
আরও পড়ুন: পৃথিবীর সবচেয়ে সস্তা ১০০ সিসির মোটরসাইকেল এটাই
এই বাইকে ৩৪৯ সিসির লিকুইড-কুলড, সিঙ্গল-সিলিন্ডার ইঞ্জিন। যা ৯২০০ আরপিএমে সর্বাধিক ৩০ বিএইচপি শক্তি এবং ৭২৫০ আরপিএমে ২৫ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। এই ইউনিটটি ৬ স্পিড গিয়ার বক্সের সঙ্গে যুক্ত। পাশাপাশি এতে স্লিপার ক্লাচ এবং বাইডিরেকশনাল কুইক শিফটার, দুটোই রয়েছে।

দুর্দান্ত লুক আর আকর্ষণীয় ডিজাইনই কেটিএমের মূল ভরসা। ২৫০ ডিউক মডেলও তার ব্যতিক্রম নয়। এর সামনে রয়েছে সম্পূর্ণ এলইডি হেডলাইট সেট আপ। পেছনেও তাই। স্প্লিট সিটিং অ্যারেঞ্জমেন্টে সাজানো হয়েছে গাড়ি। পিলিয়নের জন্য দেওয়া হয়েছে গ্র্যাব হ্যান্ডেল।
বিজ্ঞাপন
কেটিএম ২৫০ ডিউকে স্টিল ট্রেলিস ফ্রেম ব্যবহার করা হয়েছে। সামনে আপসাইড-ডাউন ফর্কস এবং পেছনে মোনোশক সাসপেনশন দিয়েছে কোম্পানি। কেটিএমের এই বাইকের ফ্রন্ট হুইলে ৩২০ মিমি-এর ডিস্ক ব্রেক দিয়েছে। আর রিয়ার হুইলে ফ্লোটিং ক্যালিপারসহ ২৪০ মিমি-এর ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। সুপারমোটো মোডসহ ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম দেওয়া হয়েছে এই মডেলে। যা রিয়ার হুইলে এবিএস নিষ্ক্রিয়কে করে দিতে পারে নিমেষে। আপডেটেড ভার্সনেও আগের মডেলের মতোই রয়েছে ১৭ ইঞ্চির অ্যালয় হুইল। এতে কোনও পরিবর্তন হয়নি।
এজেড

