বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

হোন্ডার ইলেকট্রিক স্কুটার কেন কিনবেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৪, ০৭:৫৮ এএম

শেয়ার করুন:

হোন্ডার ইলেকট্রিক স্কু্টার কেন কিনবেন?

এই প্রথম সাশ্রয়ী দামের নতুন ইলেকট্রিক স্কুটার এনেছে জাপানি হোন্ডা। যার মডেল হোন্ডা কিউসি১। এটা মূলত হোন্ডা অ্যাক্টিভার ইলেকট্রিক ভার্সন। 

এই বাইকের ডিজাইনটা খুবই সাধারণ এবং পরিচ্ছন্ন।  স্কুটারটিতে খুব বেশি কাটছাঁট নেই এবং এটি পরিবার-ভিত্তিক ব্যবহারকারীদের জন্য উপযুক্ত। এর সরু এবং হালকা ওজনের গঠন, সম্পূর্ণ এলইডি আলো, কিউবি হোল্ডার এবং ফ্ল্যাট ফ্লোরবোর্ড এর ডিজাইনকে আরও কার্যকরী করেছে। 


বিজ্ঞাপন


কিউসি১ পাঁচটি রঙে পাওয়া যাবে। এগুলো হলো পার্ল শ্যালো ব্লু, পার্ল সিরেনিটি ব্লু, পার্ল মিস্টি হোয়াইট, পার্ল নাইটস্টার ব্ল্যাক এবং ম্যাট ফগি সিলভার মেটালিক।

honda_pic

হোন্ডার এই নতুন ইলেকট্রিক স্কুটার ১.৫ কিলোওয়াট-ঘণ্টার স্থায়ী ব্যাটারি প্যাক দ্বারা চালিত, যা একবার চার্জে ৮০ কিমি রেঞ্জ দিতে সক্ষম। স্কুটারটির সর্বোচ্চ গতি ৫০ কিমি/ঘণ্টা। এটি পুরোপুরি চার্জ হতে সময় লাগে ৪ ঘণ্টা ৩০ মিনিট।

আরও পড়ুন: হোন্ডা আনল ইলেকট্রিক স্কুটার, এক চার্জে চলবে ১২০ কিমি


বিজ্ঞাপন


স্কুটারটি বৈশিষ্ট্য তালিকা সরল হলেও কার্যকরী। এতে রয়েছে পাঁচ ইঞ্চির এলসিডি ডিসপ্লে, ইকন এবং স্ট্যান্ডার্ড নামে দুটি রাইড মোড, ইউএসবি টাইপ-সি চার্জিং পোর্ট এবং ২৬ লিটারের আন্ডারসিট স্টোরেজ।

আরও পড়ুন: ফুল চার্জে ১৫০ কিমি চলবে এই ইলেকট্রিক স্কুটার

কিউসি১ এর সামনে টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক এবং পেছনে ডুয়াল স্প্রিং সাসপেনশন ব্যবহার করা হয়েছে। এর ব্রেকিং সিস্টেমেও রয়েছে ভিন্নতা, সামনের এবং পেছনের উভয় চাকাতেই ড্রাম ব্রেক দেওয়া হয়েছে। এটি ১২ ইঞ্চির ফ্রন্ট এবং ১০ ইঞ্চির রিয়ার চাকার ওপর চলে। 

মূলত হোন্ডা কিউসি১ একটি সাশ্রয়ী এবং ব্যবহারকারী-বান্ধব ইলেকট্রিক স্কুটার হিসেবে বাজারে প্রভাব ফেলতে প্রস্তুত। এর সহজ ডিজাইন এবং কার্যকরী বৈশিষ্ট্য একে একটি চমৎকার বিকল্প হিসেবে দাঁড় করাবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর