শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

নিনজা জেডএক্স-১০আর

কাওয়াসাকি নিনজা মোটরসাইকেলের দাম কমল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২৪, ০৯:২৮ পিএম

শেয়ার করুন:

loading/img

জাপানি কাওয়াসাকি তাদের একটি মডেলের নিনজা মোটরসাইকেলের দাম কমিয়েছে। যার মডেল নিনজা জেডএক্স-১০আর। ভারতের বাজারে এই বাইক সোয়া লাখ রুপি কমে বিক্রি হচ্ছে  ১৭.১৩ লাখ রুপিতে। যদিও হ্রাসকৃত এই দামই অনেকের সাধ্যের বাইরে।

মূলত মোটরসাইকেলের বিক্রি বাড়ানোর জন্য এই ছাড় দেওয়া হয়েছে। 


বিজ্ঞাপন


আরও পড়ুন: কম দামের এই ৫ মোটরসাইকেলের মাইলেজ বেশি

কাওয়াসাকির এই ফ্ল্যাগশিপ মডেলের সুনাম রয়েছে আন্তর্জাতিক বাজারে। এর ফিচার অনেকটাই বিএমডব্লিউ এস ১০০০ আরআর মডেলের কাছাকাছি। 

lkaw

শক্তির উৎস হিসেবে কাওয়াসাকি ডেজএক্স-১০আর মডেলে রয়েছে একটি শক্তিশালী ৯৯৮ সিসি, ইনলাইন-ফোর সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন। এটি থেকে ১৩২০০ আরপিএম গতিতে ২০০ বিএইচপি শক্তি এবং ১১৪০০ আরপিএম গতিতে ১১৪.০৯ এনএম টর্ক উৎপন্ন হবে। গতির সঙ্গে তাল মেলাতে এতে দেওয়া হয়েছে ৬-স্পিড গিয়ারবক্স।


বিজ্ঞাপন


আরও পড়ুন: গোয়ান ক্ল্যাসিক: ৩৫০ সিসির নতুন মোটরসাইকেল আনল রয়েল এনফিল্ড

উল্লেখযোগ্য ফিচার হিসাবে এই বাইকে দেওয়া হয়েছে একটি স্মার্টফোন কানেক্টিভিটিসহ টিএফটি কনসোল, একাধিক রাইডিং মোড, ডুয়েল চ্যানেল এবিএস, ক্রুজ কন্ট্রোল, লঞ্চ কন্ট্রোল, ইঞ্জিন ব্রেক কন্ট্রোল এবং ট্রাকশন কন্ট্রোল। 

kawasaki

সাসপেনশন হিসেবে কাওয়াসাকির এই নিনজা বাইকে দেওয়া হয়েছে শোওয়অ বিএফএফ ফ্রন্ট ফর্ক এবং শোয়া বিএফআরসি রিয়ার মোনোশক। 

ব্রেকিংয়ের জন্য দেওয়া হয়েছে ৩৩০ মিমি ফ্রন্ট ডিস্ক এবং ২২০ সিঙ্গেল রিয়ার ডিস্ক সহ ডুয়েল চ্যানেল এবিএস। আবার এতে একটি ওলিন্স-এর ইলেকট্রনিক স্টিয়ারিং ড্যাম্পার উপস্থিত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন