শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

স্পোর্টস বাইক

কাওয়াসাকি নিনজা জেডএক্স-৪আর মডেলের দাম জানুন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২০ নভেম্বর ২০২৪, ১১:২৫ এএম

শেয়ার করুন:

kawasaki ninja bike

নতুন দামে ২০২৫ এডিশনের কাওয়াসাকি নিনজা জেডএক্স-৪আর মডেল এলো। সম্প্রতি ভারতের বাজারে এই বাইকটি এসেছে। যার দাম রুপিতে ৮ লাখ ৭৯ হাজার। এই মডেলের আগের ভার্সনের চেয়েও বেশি দামে নতুন এডিশন কিনতে হবে। 

কাওয়াসাকি নিনজা জেডএক্স-৪আর মূলত একটি স্পোর্টস। দাম বাড়ানো হলেও মোটরসাইকেলটির ফিচার, পারফরম্যান্স ও ডিজাইনে কোন পরিবর্তন ঘটানো হয়নি।


বিজ্ঞাপন


আরও পড়ুন: টিভিএস অ্যাপাচি আরটিআর ১৬০ ভার্সন ফোর নতুন রূপে এলো

কাওয়াসাকি নিনজা জেডএক্স-৪আর আগে থেকেই একটি প্রিমিয়াম স্পোর্টস বাইক ছিল। নতুন মূল্যবৃদ্ধি এটিকে আরও ব্যয়বহুল করে তুলেছে। তবুও, এই বাইকটি তাদের জন্য আকর্ষণীয়, যারা কমপ্যাক্ট, দ্রুতগতির এবং ইনলাইন-ফোর ইঞ্জিনের শক্তি ও আওয়াজ পছন্দ করেন। চালার শক্তি জোগাতে এতে দেওয়া হয়েছে একটি ৩৯৯ সিসি ইঞ্জিন। যা থেকে ১৪৫০০ আরপিএমে ৭৫.৯ বিএইচপি শক্তি এবং ১৩০০০ আরপিএমে ৩৯ এনএম টর্ক উৎপন্ন হবে। এটি একটি ছয়-গতির গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত।

main_kawa

স্পোর্টি এবং সার্প ডিজাইনের নিচে একটি স্টিল ট্রেলিস ফ্রেম রয়েছে। যা ইউএসডি ফর্ক এবং মোনোশক সাসপেনশনের উপর নির্ভর করে ছুটবে। বাইকটি ১৭ ইঞ্চি চাকার উপর চলবে এবং সামনের ও পিছনের ডিস্ক ব্রেকের মাধ্যমে ব্রেকিং নিয়ন্ত্রিত হবে।


বিজ্ঞাপন


কাওয়াসাকি নিনজা জেডএক্স-৪আর ধুনিক প্রযুক্তির সমন্বয়ে সমৃদ্ধ। এতে রয়েছে এলইডি লাইট, ট্রাকশন কন্ট্রোল, এবং স্মার্টফোন সংযোগযোগ্য টিএফটি ডিসপ্লে। উল্লেখ্য, বাইকটি বর্তমানে দেশের সবচেয়ে ব্যয়বহুল ৪০০ সিসি মোটরসাইকেল। যদিও এর সরাসরি কোনো প্রতিযোগী নেই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর