মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

ইলেকট্রিক বাহন

হিরোর এই ইলেকট্রিক স্কুটার সাড়া ফেলবে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ নভেম্বর ২০২৪, ১১:০৪ এএম

শেয়ার করুন:

hero vida z electric scooter

অত্যাধুনিক ফিচারের ইলেকট্রিক স্কুটার আনছে হিরো মোটোকর্প। ভিডা ব্র্যান্ডের আওতায় কোম্পানিটি বর্তমানে একজোড়া মডেল বিক্রি করে। কিন্তু তা সত্ত্বেও প্রথম সারির কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করতে ব্যর্থ তারা। তাই এবারে উক্ত ব্র্যান্ডের আওতায় আরও একটি নতুন স্কুটি উন্মোচন করল হিরো। নাম রাখা হয়েছে হিরো ভিডা জেড। এটি চলতি ইআইসিএমএ ২০২৪ বাইক শো-তে প্রদর্শিত হয়েছে। ইউরোপের মাটিতে এটি আত্মপ্রকাশ করলেও আগামীতে ভারতের বাজারেও লঞ্চ করা হবে।

inner


বিজ্ঞাপন


হিরো মোটোকর্প তাদের এই ইলেকট্রিক স্কুটারের প্রসঙ্গে বিশেষ কিছুই জানায়নি। তবে অনুমান করা হচ্ছে, হিরো ভিডা জেড ভারতের বাজারে বিক্রিত সংস্থার ভি১ বৈদ্যুতিক স্কুটির ওপর ভিত্তি করে আসবে। সামান্য স্টাইলিং সত্ত্বেও এতে আধুনিক ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। বৈশিষ্ট্য হিসাবে দেওয়া হয়েছে এলইডি হেডল্যাম্প এবং ব্যাকরেস্ট যুক্ত একটি ফ্ল্যাট সিট।

hero

কোম্পানির দাবি, ভিডা জেড একটি মডিউলার আর্কিটেকচারের ওপর ভর করে তৈরি করা হয়েছে। যা নাকি ২.২ কিলোওয়াট আওয়ার থেকে ৪.৪ কিলোওয়াট আওয়ার ক্ষমতার একাধিক ব্যাটারি ধারণ করতে সক্ষম। এতে শক্তি উৎস হিসাবে দেওয়া হয়েছে একটি পার্মানেন্ট ম্যাগনেট সিঙ্ক্রোনাস মোটর বা পিএমএসএম। এছাড়া স্কুটারটির প্রসঙ্গে আর তেমন কিছুই জানা যায়নি।

আরও পড়ুন: ইয়ামাহা আনল ইলেকট্রিক সাইকেল, এক চার্জে চলবে ১২০ কিমি


বিজ্ঞাপন


প্রসঙ্গত, ভিডা ভি১-এর মতো হিরো ভিডা জেড মডেলে থাকছে রিমুভেবল ব্যাটারি। যা যেকোন জায়গায় খুলে চার্জে দেওয়া যাবে। উল্লেখযোগ্য ফিচার হিসাবে এতে উপস্থিত, ব্যাটারি হেলথ ট্র্যাকার, ভেহিকেল থেফট, জিও ফেন্সিং এবং আরও অন্যান্য বৈশিষ্ট্য। এছাড়া রয়েছে একটি টাচস্ক্রিন টিএফটি ডিসপ্লে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর