শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪, ঢাকা

রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ মডেল এলো আপডেট ভার্সনে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৪, ০৯:৩৬ এএম

শেয়ার করুন:

royal enfield classic 350

বিখ্যাত মোটরসাইকেল নির্মাতা প্রতিষ্ঠান রয়েল এনফিল্ড তাদের জনপ্রিয় বাইক ক্ল্যাসিক ৩৫০ মডেলের আপডেট ভার্সন আনল। ২০২৪ এডিশনের ক্ল্যাসিক ৩৫০ মোটরসাইকেলে একাধিক নতুন ফিচার যোগ করা হয়েছে। 

ভারতের বাজারে নতুন এডিশনের ক্ল্যাসিক ৩৫০ মডেলের দাম শুরু ২ লাখ রুপি থেকে। বিশ্বব্যাপী রয়েল এনফিল্ডের সর্বাধিক বিক্রীত মডেল ক্ল্যাসিক ৩৫০। 


বিজ্ঞাপন


main_re

নতুন সংস্করণটিতে একাধিক চমকপ্রদ নতুন ফিচার অন্তর্ভুক্ত করা হয়েছে। এই বাইকটি ইতিমধ্যেই একটি বড় অংশের বাইকপ্রেমীদের দৃষ্টি আকর্ষণ করতে সফল হয়ে উঠেছে।

আরও পড়ুন: রয়েল এনফিল্ড ৬৫০ সিসির নতুন মোটরসাইকেল আনছে

এই বাইকটির মোট পাঁচ ধরনের ভ্যারিয়েন্ট কিনতে পারা যাবে। এই ভ্যারিয়েন্টগুলো হল হেরিটেজ, হেরিটেজ প্রিমিয়াম, সিগন্যাল, ডার্ক ও ক্রোম। সাতটি রঙের বিকল্পে পাওয়া যাবে এই মোটরসাইকেল। 


বিজ্ঞাপন


bike

ক্ল্যাসিক ৩৫০–এর নয়া সংস্করণটিতে এর ক্ল্যাসিক লুকসে কোন পরিবর্তন করা হয়নি। তবে, এটিতে বেশ কিছু অত্যাধুনিক বৈশিষ্ট্য অন্তর্ভুক্ত করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় আপডেটটি প্রদান করা হয়েছে লাইটের ক্ষেত্রে। ট্র্যাডিশনাল হ্যালোজেন হেডলাইট ও টেল ল্যাম্প ইউনিটগুলোকে এলইডি ইউনিটের মাধ্যমে প্রতিস্থাপন করা হয়েছে। এছাড়াও গ্রাহকেরা টপ এন্ড ভ্যারিয়েন্টে এলইডি টার্ন ইন্ডিকেটর এবং পাইলট লাইটের সুবিধাও পাবেন। একটি ইউএসবি চার্জিং পোর্ট, ক্লাচ এবং ব্রেকের জন্য অ্যাডজাস্টেবল লিভার ছাড়াও গিয়ার পজিশন ইন্ডিকেটর রয়েছে।

cl

বাইকটিতে একটি জে সিরিজ ৩৫০ সিসির ইঞ্জিন রয়েছে। এই ইঞ্জিনটি ২০ হর্স পাওয়ার শক্তি এবং ২৭ এনএম টর্ক উৎপন্ন করতে সক্ষম। এটিকে একটি ৫ স্পিড গিয়ারবক্সের সঙ্গে সংযুক্ত করা হয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর