শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Royal Enfield Motorcycle BD

রয়েল এনফিল্ডের সেরা ৩ মোটরসাইকেল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ অক্টোবর ২০২৪, ১০:৫০ এএম

শেয়ার করুন:

রয়েল এনফিল্ডের সেরা ৩ মোটরসাইকেল

ইংল্যান্ডের এনফিল্ড ভারতে এসে হয় রয়েল এনফিল্ড। ইংরেজদের দেশে এই বাইক তেমন একটা খ্যাতি না পেলেও ভারতবর্ষে জনপ্রিয়তার শীর্ষে জায়গা দখল করে নেয়। এই কোম্পানি ডজন খানেক মোটরসাইকেল তৈরি করে। এর মধ্যে তিনটি মডেলের কাটতি বেশি। জানুন এই মডেল সম্পর্কে-

রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০


বিজ্ঞাপন


রয়েল এনফিল্ডের তৈরি জনপ্রিয় মডেল ক্ল্যাসিক ৩৫০ মডেল। এই মোটরবাইকে মিলবে ৩৪৯ সিসি ইঞ্জিন সঙ্গে ৫ স্পিড গিয়ারবক্স। সর্বোচ্চ ২০.২১ পিএস শক্তি উৎপন্ন করতে পারে ইঞ্জিনটি। এই বাইকের বাইকের মাইলেজ ৪১ কিমি প্রতি লিটার।

calsssic

এর দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম(এবিএস)।

রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ এর টপ স্পিড ৯৭.৯২ কিমি প্রতি ঘণ্টা। রয়েছে স্পোক হুইল।


বিজ্ঞাপন


বাইকের কার্ব ওয়েট ১৯৫ কেজি, সিটের উচ্চতা ৮০৫ মিলিমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৩ লিটার।

এই বাইকে রয়েছে ব্লুটুথ কানেক্টিভিটি এবং ডিজিটাল ওডোমিটার/ট্রিপমিটার।

ভারতের রয়েল এনফিল্ড ক্ল্যাসিক ৩৫০ মডেলে দাম ১.৯০ লাখ রুপি থেকে ২.২১ লাখ রুপির মধ্যে।

bullet

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ 

রয়েল এনফিল্ডের বহুল বিক্রীত মোটরসাইকেল বুলেট ৩৫০। এই বাইকে রয়েছে ৩৪৯ সিসির ইঞ্জিন। তবে এটা ক্ল্যাসিকের তুলনায় কিছুটা কম শক্তি উৎপাদন করে। এর ইঞ্জিন ১৯.৩৬পিএস পাওয়ার উৎপাদন করতে সক্ষম। 

আরও পড়ুন: রয়েল এনফিল্ডের ইলেকট্রিক বাইক এক চার্জে চলবে ১৫০ কিমি

বাইকে রয়েছে ৫ স্পিড গিয়ার। এই বাইকের সামনের চাকায় ডিস্ক এবং পেছন চাকায় ড্রাম ব্রেক রয়েছে। এছাড়া মিলবে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

বুলেটের কার্ব ওয়েট ১৯১ কেজি। সিটের উচ্চতা ৮০০ মিলিমিটার।

প্রতি লিটারে এই বাইক মাইলেজ দেয় ৩৮ কিলোমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৩.৫ লিটার।

বুলেটে মিলবে অ্যানালগ ওডোমিটার, স্পিডোমিটার ও ট্রিপমিটার।

রয়েল এনফিল্ড বুলেট ৩৫০ মডেলের দাম ভারতে ১.৫১ লাখ রুপি থেকে ১.৬৬ লাখ রুপি।

hunter

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০

রয়েল এনফিল্ডের আরেকটি জনপ্রিয় মডেল হান্টার। এটি ৩৫০ সিসির বাইক। ২০২২ সালে লঞ্চ হয় হান্টার। হান্টার বাংলা ভাষায় যার অর্থ দাঁড়ায় শিকারী। লঞ্চ হওয়া মাত্র এই মোটরসাইকেলের বাজারে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।

ওপরের দুই বাইকের মতো এতেও রয়েছে ৩৪৯ সিসি ইঞ্জিন। যা সর্বোচ্চ ২০.৪ পিএস শক্তি তৈরি করে।

রয়েল এনফিল্ড হান্টারের দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।

১ লিটার তেলে হান্টার মাইলেজ দেয় ৩৬ কিলোমিটার।

আরও পড়ুন: ভারতের দেড় গুণ দামে বাংলাদেশে বিক্রি হচ্ছে রয়েল এনফিল্ড মোটরসাইকেল

বাইকে রয়েছে ইউএসবি চার্জিং পোর্ট, ডিজিটাল ট্রিপমিটার, স্পিডোমিটার।

বাইকের সর্বোচ্চ গতি ১১৪ কিমি প্রতি ঘণ্টা।

ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি ১৩ লিটার। সিটের উচ্চতা ৭৯০ মিলিমিটার এবং কার্ব ওয়েট ১৮৯ কেজি।

রয়েল এনফিল্ড হান্টার ৩৫০ মডেলে দাম ভারতে ১.৪৯ লাখ রুপি থেকে ১.৭১ লাখ রুপির মধ্যে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর