জ্বালানি সাশ্রয় হওয়ার কারণে পেট্রোলচালিত গাড়ির চেয়ে বেশি চাহিদা সিএনজিচালিত গাড়ির। বিশেষ করে যারা প্রাইভেট কার চালান তারা জ্বালানি হিসেবে সিএনজিতে ভরসা রাখেন। নিত্যদিনের যাতায়াতের জন্যই মূলত এই ধরনের গাড়ি কিনতে পছন্দ করেন মানুষ। রোজ বাড়ি থেকে অফিসে যাওয়ার জন্য এই গাড়িগুলো ব্যবহৃত হয়। ৩০ কিমির আশেপাশে মাইলেজ সিএনজিচালিত গাড়িগুলো। এমনই সেরা তিনটি সিএনজিচালিত গাড়ি সম্পর্কে জানুন।
আরও পড়ুন: অডি আনল বিলাসবহুল গাড়ি, দাম কয়েক কোটি
বিজ্ঞাপন
সাধারণ পেট্রোল ও ডিজেল চালিত গাড়ির থেকে এই ধরনের সিএনজি গাড়ির দাম তুলনায় অনেক কম হয়। আর সস্তায় ভালো মাইলেজের গাড়ি পেতে এই তিন মডেল দেখতেই হবে আপনাকে।

মারুতি অল্টো কে১০ সিএনজি
এই তালিকায় সেরা গাড়ি হিসেবে প্রথমেই উঠে আসে মারুতির এই অল্টো কে১০ সিএনজি গাড়ির কথা। ভারতে এই গাড়ির এক্স শোরুম দাম রয়েছে ৫ লাখ ৯৬ হাজার রুপি। এই গাড়িটি ৪ জনের একটি পরিবারের জন্য খুবই ভালো স্পেস সম্পন্ন। রাস্তায় প্রবল যানজট থাকলেও এই গাড়িটি সহজেই জট কাটিয়ে বেরিয়ে আসার মত আকার রয়েছে। মারুতি সুজুকির অল্টো কে১০ সিএনজি গাড়িতে এসি, ফ্রন্ট পাওয়ার উইন্ডো, পার্কিং সেন্সর, সেন্ট্রাল কনসোল আর্মরেস্ট, গিয়ার শিফট ইন্ডিকেটর, অ্যাডজাস্টেবল হেডল্যাম্প, হ্যালোজেন হেডল্যাম্প, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম, সেন্ট্রাল লকিং, চাইল্ড সেফটি লকস, ডুয়াল এয়ারব্যাগ রয়েছে এই গাড়িতে।
বিজ্ঞাপন

মারুতি সুজুকি সেলেরিও সিএনজি
সিএনজি গাড়ি হিসেবে এই মারুতির সেলেরিও মডেলের মাইলেজ সবথেকে ভালো। এক কেজি সিএনজিতে এই গাড়িতে যাওয়া যায় ৩৪.৪৩ কিমি রাস্তা। সেলেরিওর এক্স শোরুম দাম ভারতে ৬.৬৯ লক্ষ রুপি। একটা বাইকের থেকেও এই গাড়ির রানিং কস্ট কম হবে। জ্বালানি তেলের খরচ কমাতে চাইলে এই গাড়িটি একটি আদর্শ বিকল্প হতে পারে। ৫ জন মানুষ খুব সহজেই এই গাড়িতে বসতে পারে। ইবিডি, এয়ারব্যাগ, অ্যান্টি লক ব্রেকিং সিস্টেমের মত সেফটি ফিচার্স রয়েছে এই গাড়িতে।

টাটা টিয়াগো আইসিএনজি
টাটা টিয়াগোর আইসিএনজি গাড়িটিতে আপনি প্রতি কেজি সিএনজিতে ২৭ কিমি মাইলেজ পাবেন। এই গাড়িতেও ৫ জন মানুষের সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এই গাড়ির ইঞ্জিনের কথা বলতে গেলে এতে ১.২ লিটারের ইঞ্জিন থাকছে যা ৭৩ এইচপি শক্তি ও ৯৫ এনএম টর্ক উৎপন্ন করে। এই গাড়িতে ৫ স্পিডের ট্রান্সমিশন গিয়ারবক্স ব্যবহৃত হয়েছে।
এজেড

