শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাজাজ মোটরসাইকেলের দাম বাড়ল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২২, ০৮:৪৯ এএম

শেয়ার করুন:

বাজাজ মোটরসাইকেলের দাম বাড়ল
যন্ত্রাংশের দাম বাড়ার কারণে মোটরসাইকেলের দাম বাড়িয়েছে বাজাজ। প্রতিষ্ঠানটি তাদের বিভিন্ন মডেলের দাম বাড়িয়েছে। বর্ধিত দামে ভারতের গ্রাহকরা বাইক কিনছেন। যদিও বাংলাদেশে এখনো মোটরসাইকেলের দাম বাড়ায়নি বাজাজ।

দাম বাড়ার পর বাজাজ সিটি সিরিজের সিটি১০০ ও সি১১০ মডেলের দাম যথাক্রমে ৫৩ হাজার ৬৯৬ রুপি, ৬৩ হাজার ৮০৮ রুপি। অন্যদিকে প্লাটিনা রেঞ্জের প্লাটিনা ১০০ এবং প্লাটিনা ১১০ মডেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ৫৯ হাজার ৩০৯ রুপি এবং ৬৮ হাজার ৩৮৪ রুপি।


বিজ্ঞাপন


bajajবাজাজের ক্রুজার অ্যাভেঞ্জার ১৬০ ও অ্যাভেঞ্জার ২২০ বাইকের দাম বেড়েছে ১ লাখ ৮ হাজার ৯০২ রুপি ও ১ লাখ ৩৩ হাজার ৬১৩ রুপি।

এছাড়াও ভারতের বাজারে রয়েছে কোম্পানির পালসার সিরিজের একগুচ্ছ মডেল। পালসার ১২৫ মডেল কিনতে হবে এখন ৮০ হাজার ৯০ রুপি থেকে ৮৮ হাজার ৯৩১ রুপি। অন্যদিকে পালসার ১৫০ কিনতে হবে ১ লাখ ৯১৫ রুপি থেকে ১ লাখ ১০ হাজার ৬৪৩ রুপিতে। 

এছাড়াও পালসার ১৮০ সিরিজ কিনতে ১ লাখ ১৬ হাজার ৬৫৩ রুপি এবং পালসার ২২০ এফ কিনতে ১ লাখ ৩৪ হাজার ৫৬৬ রুপি গুনতে হবে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর