মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেলে টিউব নাকি টিউবলেস টায়ার ভালো?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৪, ১১:৪৪ এএম

শেয়ার করুন:

bike tyre

মোটরসাইকেলে দুই ধরনের টায়ার থাকে। একটি টিউবসহ। অন্যটি টিউবলেস। যদিও এখনকার বেশিরভাগ মোটরবাইকেই টিউবলেস টায়ার দেওয়া হয়। কেননা, রাস্তার মাঝে যদি কখনও আপনার বাইক পাংচার হয়, সেক্ষেত্রে টিউবলেস টায়ার বাড়তি সুবিধা দেবে। টিউবলেস টায়ারে পাংচার হলে, একেবারে আপনার টায়ারের সব হাওয়া বের হয়ে যাবে না।

বিশ্ব বাজারে এই মুহূর্তে যে সকল গাড়ি বা বাইক রয়েছে তার অধিকাংশতেই ব্যবহার করা হয় টিউবলেস টায়ার। তবে বেশ কিছু ক্ষেত্রে এখনও টিউব টায়ারের উপরেই ভরসা রাখে গাড়ি প্রস্তুতকারী সংস্থা থেকে শুরু করে গাড়ির মালিক প্রত্যেকেই।


বিজ্ঞাপন


চলুন আজ জেনে নেওয়া যাক, এই দুই টায়ারের মধ্যে রয়েছে কী কী পার্থক্য এবং কেনই বা এখনও কিছু কিছু ক্ষেত্রে এই টিউব‌যুক্ত টায়ারের উপরই বেশ ভরসা করতে দেখা যায় সাধারণ মানুষকে।

tire

মটর বাইক বিশেষজ্ঞরা জানিয়েছেন, টিউবলেস টায়ারের ক্ষেত্রে টায়ার ও চাকার রিমের মধ্যে কোনও টিউব থাকে না। টায়ার ও রিমের মাঝেই থাকে চাকার হাওয়া। অন্যদিকে, টিউব যুক্ত টায়ারের ক্ষেত্রে টায়ার ও চাকার রিমের মাঝে একটি হওয়া ভর্তি টিউব থাকে।

বর্তমানে এই টিউবলেস টায়ারের বেশ কিছু উপকারিতা রয়েছে। তবে কিছু কিছু ক্ষেত্রে এখনও টিউব যুক্ত টায়ারকেই বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে।


বিজ্ঞাপন


রাস্তার মাঝে যদি কখনও আপনার গাড়িটি পাংচার হয়, সেক্ষেত্রে টিউবলেস টায়ারের উপকারিতা লক্ষ্য করতে পারবেন আপনি। টিউবলেস টায়ারে পাংচার হলে, একেবারে আপনার টায়ারের সব হাওয়া বের হয়ে যাবে না।

আরও পড়ুন: সকালে বাইক স্টার্ট করার সময় ৯৯% মানুষ এই ভুলটাই করে

এই টায়ারের ক্ষেত্রে ধিরে ধিরে টায়ারের হওয়া বের হয়। তাই যদি রাস্তায় পড়ে থাকা পেরেকে আপনার গাড়ির চাকাটি পাংচার হয়, সেক্ষেত্রে নিকটবর্তী গ্যারাজ পর্যন্ত গাড়ি অথবা বাইক চালিয়ে নিয়ে যাওয়ার পর্যাপ্ত সুযোগ পেয়ে যাবেন আপনি।

এই টায়ারে যদি পাংচার হয় সেক্ষেত্রে চাকার রিম থেকে টায়ারটি সরাতে হবে না আপনাকে। যেহেতু এই ধরনের চাকায় কোনও টিউব থাকে না, তাই শুধুমাত্র লিকটি সারিয়ে দিলেই আপনার কাজ হয়ে যাবে।

tyre

এছাড়াও, টায়ারের ভেতরে কোনও টিউব না থাকার কারণে টায়ারের ভিতরে ঘষা কম লাগে। ফলে, অন্য টায়ারের তুলনায় টিউবলেস টায়ারটি বেশি ঠাণ্ডা থাকে। টিউবলেস টায়ারে হাওয়া সব দিকে সমানভাবে ছড়িয়ে যাওয়ার ফলে, এই টায়ারে ব্যালেন্স করার কাজটিও ভাল হয়।

এছাড়াও টিউব টায়ারও এখনও টিউবলেস টায়ারের থেকে বেশ সস্তা। তাছাড়া বিশ্বের বড় বড় শহরে এই টায়ারেরই প্রচলন রয়েছে। যেহেতু টিউবলেস টায়ার ইনস্টল করতে বিশেষ টুল-এর প্রয়োজন হয় তাই এখনও অনেক জায়গাতেই টিউবলেস টায়ারের প্রচলন সেই ভাবে তৈরি হয়নি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর