মোটরসাইকেলে বেশি মাইলেজ পেতে হলে বেশ কিছ করণীয় রয়েছে। এসব কাজ নিয়মিত না করলে মাইলেজ কমে যায়। এমনকি ইঞ্জিনও বিকল হতে শুরু করে। জানুন কোন কাজগুলো নিয়মিত করলে মাইলেজ বেশি পাবেন।
দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে পেট্রোল-অকটেনের দাম আকাশ ছোঁয়া। এমন সময় বাইকের মাইলেজ যদি কম দেয় তাহলে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ থাকাটা স্বাভাবিক।
বিজ্ঞাপন
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দ্রুতগামী বাইক কোনটি?
তবে বাইক মাইলেজ বাড়ানো কিছুটা উপায় রয়েছে ব্যবহারকারীর হাতেই। বাইক চালানোর সময় ছোট্ট কিছু ভুল কমিয়ে দেয় মাইলেজ! এজন্য সহজ কিছু টিপস মেনে চলা দরকার।
১. ইঞ্জিন অয়েল নিয়ে আমরা অনেক সময় গড়িমসি করি। মাইলেজ বাড়াতে সঠিক সময়ে বাইকের ইঞ্জিন অয়েল পরিবর্তন করতে হবে। একইভাবে পরিষ্কার রাখতে হবে এয়ার ফিল্টার।
বিজ্ঞাপন
২. মাইলেজ বেশি পাওয়ার জন্য সময়মতো বাইক সার্ভিসিং করা প্রয়োজন। অনেকেই ছোটোখাটো কোনো সমস্যা হলে খুব একটা গুরুত্ব দিই না। এর ফলে কমে যায় মাইলেজ।
৩. বাইকের টায়ার প্রেসার ঠিকঠাক রাখুন। ২ সপ্তাহ পর পর টায়ারে এয়ার প্রেসার চেক করুন। টায়ারে এয়ার প্রেসার কম থাকলে মাইলেজে কমে যায়।
৪. ফুয়েল স্টেশন থেকেই জ্বালানি নিন। গ্রাম থেকে শহরে ফুয়েল স্টেশনের পাশাপাশি রাস্তার মোড়ের দোকানেও পেট্রোল-অকটেন বিক্রি করা হয়। পেট্রোল কেনার সময় বিশ্বস্ত জায়গা থেকেই কেনা উচিত।
এজেড