মোটরসাইকেলে দুই ধরনের স্ট্যান্ড থাকে। একটি মেইন স্ট্যান্ড বা ডবল স্ট্যান্ড। অন্যটি সাইড স্ট্যান্ড। মোটরসাইকেল যত্নে রাখার জন্য বেশ কিছু বিষয় খেয়াল রাখা উচিত। গন্তব্যে গিয়ে দ্রুত পার্ক করার জন্য বাইক সাইড স্ট্যান্ড করে রেখে দেন অধিকাংশ মানুষ। আর সেখানেই করে ফেলেন বড়সড় ভুল।
পথচলতি চার চাকার থেকে বাইকের চাহিদা বেশিই থাকে। দুই চাকা গাড়ির চাহিদা যুগ যুগ ধরে। তবে বাইক সাইড স্ট্যান্ড করার প্রবণতা আপনাকে বিপদে ফেলতে পারে।
বিজ্ঞাপন
আসলে সাইড স্ট্যান্ড করতে যেমন সময় কম লাগে তেমনই খুব বেশি ঝক্কি নিতে হয় না। তবে দীর্ঘসময়ের জন্য সাইড স্ট্যান্ড করলে সমস্যায় পড়তে পারেন। এই অভ্যাস আপনার বাইকের মাইলেজ বা বডিতে প্রভাব ফেলতে পারে।
দীর্ঘক্ষণ মোটরবাইক সাইড স্ট্যান্ড করে রাখলে ইনজেক্টরের উপর চাপের ফলে জ্বালানির লেভেল সরে যায়। ইঞ্জিন ইমোবিলাইজার যে সব বাইকে নেই সেইসব বাইকে বেশি সমস্যা দেখা যেতে পারে।
বিজ্ঞাপন
বাইকের সাইড স্ট্যান্ড চেসিসের সঙ্গে যুক্ত হয়। তাই দীর্ঘক্ষণ যদি মোটরসাইকেল সাইড স্ট্যান্ড করে রাখা হয় তাহলে চেসিসের জয়েন্টে চাপ তৈরি হবে। ফলে সেটি দুর্বল হয়ে যেতে পারে। যা বাইকের ভারসাম্য নষ্ট করে দেয়।
সাইড স্ট্যান্ড করার ফলে অতিরিক্ত স্পেসও দখল করে নেয় বাইক। সেন্ট্রাল স্ট্যান্ড করলে অপেক্ষাকৃত কম জায়গা দখল করে বাইক।
এজেড