ইলেকট্রিক বাইক ও স্কুটারের কদর বেড়েছে। অনেকেই এখন মোটরসাইকেলের বদলে বৈদ্যুতিক বাহন কিনছেন। অনেকের মনেই প্রশ্ন ব্যাটারিচালিত বাইক ও স্কুটার চালাতে কি ড্রাইভিং লাইসেন্স লাগে?
অনেকেরই ড্রাইভিং লাইসেন্স নেই। তারা কি তবে ইলেকট্রিক বাহন চালাতে পারবেন না? তাদের জন্য আশা কথা, হতাশ হওয়ার কিছুই নেই। যেসব ইলেকট্রিক বাহনের গতি ঘণ্টায় ২৫ কিলোমিটারের কম যেসব বাহন চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই।
বিজ্ঞাপন

আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী কম গতির দুই চাকার গাড়ি চালানোর জন্য ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই। অর্থাৎ প্রতি ঘণ্টায় ২৫ কিলোমিটার গতিতে দু-চাকার গাড়ি চালানোর জন্য লাইসেন্সের প্রয়োজন হয় না।
আরও পড়ুন: চেতক: বাজাজ নতুন ইলেকট্রিক স্কুটার আনল
কিছু কোম্পানি এই ধরনের ইলেকট্রিক স্কুটার বিক্রি করছে। যেগুলোর গতি ঘণ্টায় ২৫ কিলোমিটারের কম। তাই এসব বাহন চালাতে আলাদা করে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন নেই।
বিজ্ঞাপন
এজেড

