শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

১০ লাখে ব্র্যান্ড নিউ প্রাইভেট কার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৬ পিএম

শেয়ার করুন:

car

টাটা মোটরস ভারতে তাদের কার্ভ মডেলের আইসিই ভার্সন বাজারে ছেড়েছে। যার দাম দেশটির বাজারে ১০ লাখ রুপি। এটি একটি হাইব্রিড ইঞ্জিনের গাড়ি। নতুন এই ব্যাটারিচালিত গাড়ি উদ্বোধন উপলক্ষে বিশেষ মূল্যে কেনা যাবে। নভেম্বর থেকে বাড়তি দামে কিনতে হবে। 

আইসিই কার্ভ একটি নতুন আদলের ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যাকে বলা হয় অ্যাটলাসস। যা গাড়ি প্রস্তুতকারকের আইসিই যানবাহনের জন্য তৈরি করা হয়েছে। এই গাড়ি মেন্যুয়াল গিয়ার বক্স এবং অটোমোটিক ট্রান্সমিশন ভার্সনে কেনা যাবে।


বিজ্ঞাপন


tata

কী বিশেষত্ব আছে এই গাড়িতে

কার্ভ হলো প্রথম টাটা মোটর গাড়ি যার হাইপেরিয়ন গ্যাসোলিন ডাইরেক্ট ইনজেকশন ইঞ্জিন রয়েছে। এই গাড়ির ইঞ্জিন ১২২ বিএইচপি এবং ২২৫ এনএম টর্ক উৎপাদন করতে পারে। 

আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে দামি গাড়ি এটাই


বিজ্ঞাপন


এই গাড়িতে রঙের বিকল্পগুলো দেখতে গেলে গোল্ড এসেন্স, ডেটোনা গ্রে, প্রিস্টাইন হোয়াইট, ফ্লেম রেড, পিওর গ্রে এবং অপেরা ব্লু রয়েছে। বিশেষ ফিচার হিসেবে এই গাড়িতে রয়েছে ১২.৩ ইঞ্চির টাচস্ক্রিন এবং একটি ১০.২৫ ইঞ্চির ডিজিটাল ইন্সট্রুমেন্ট ক্লাস্টার। আরও আছে জেবিএল ব্র্যান্ডেড অডিও সিস্টেম, লেভেল ২ এডিএএস, ড্রাইভার ড্রিভেন টেকনোলজির মতো অত্যাধুনিক ফিচার।

এতে আরামদায়ক সিটের পাশাপাশি প্যানোরামিক সানরুফ রয়েছে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর