মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

সড়ক কাঁপাবে বিএমডব্লিউর এই ইলেকট্রিক স্কুটার

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৭ জুলাই ২০২৪, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

bmw

এই প্রথম ইলেকট্রিক স্কুটার আনছে বিএমডব্লিউ। যার মডেল বিএমডব্লিউ সিই ০৪। যা ফুল চার্জে ১৩০ কিলোমিটার রেঞ্জ দেবে। এই দুই চাকার সর্বোচ্চ গতি ঘণ্টায় ১২০ কিলোমিটার। স্কুটার সম্পর্কে খুঁটিনাটি জেনে নিন।

আরও পড়ুন: বাজাজ ফ্রিডম নাকি হোন্ডা অ্যাক্টিভা স্কুটার ভালো?


বিজ্ঞাপন


বিএমডব্লিউর ইলেকট্রিক স্কুটার বিশ্বের অন্যতম দামি স্কুটার। তবে ইলেকট্রিক স্কুটির ক্ষেত্রে কোম্পানির ইতিহাস খুব একটা রঙিন নয়। বলা যায় ইলেকট্রিক বাহনে কোম্পানিটি হাতেখড়ি দিল।

bmw

বিএমডব্লিউ সিই ০৪ ইলেকট্রিক স্কুটারে পাওয়া যাবে ১৫ কিলোওয়াট পার্মানেন্ট ম্যাগনেট ইলেকট্রিক মোটর। যার ব্যাটারি ক্যাপাসিটি ৮.৯ কিলোওয়াট আওয়ার। ফুল চার্জে রেঞ্জ দেবে ১৩০ কিলোমিটার। এই স্কুটার সর্বোচ্চ ৪১ হর্সপাওয়ার এবং ৬১ এনএম টর্ক তৈরি করতে পারে। স্কুটারের সর্বোচ্চ গতি ১২০ কিমি প্রতি ঘণ্টা। ০ থেকে ৫০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেবে মাত্র ২.৬ সেকেন্ড।

bnw


বিজ্ঞাপন


এই স্কুটারে পাওয়া যাবে ফাস্ট চার্জার এবং একগুচ্ছ ফিচার্স। মিলবে তিনটি রাইডিং মোড - ইকো, রেন, রোড। ডাইনামিক ট্র্যাকশন কন্ট্রোল এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম থাকবে স্কুটারে। এছাড়া পাবেন এবিএস প্রো মোড। স্কুটির নিরাপত্তা নিশ্চিত করার উদ্দেশ্যে এই সমস্ত দিতে চলেছে বিএমডব্লিউ।

scute

স্কুটারের দুই চাকাতেই পাবেন ডিস্ক ব্রেক। থাকবে ১৫ ইঞ্চি হুইল, টেলিস্কপিক ফর্ক সাসপেনশনের মতো আধুনিক বৈশিষ্ট্য। যা সাধারণত মোটরসাইকেলে ব্যবহার করা হয়ে। এছাড়াও পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ব্লুটুথ কানেক্টিভিটি, স্মার্টফোন কন্ট্রোল-সহ একাধিক ফিচার্স।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর