মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এপ্রিলিয়ার এই স্পোর্টস বাইক কিনতে হিড়িক লেগেছে!

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ মে ২০২৪, ০৫:২৮ পিএম

শেয়ার করুন:

aprilia bike

সম্প্রতি বাজারে এসেছে এপ্রিলিয়ার নতুন স্পোর্টস বাইক। যার মডেল এপ্রিলিয়া আরএক্স ৪৫৭। এই বাইক কিনতে শোরুমে দীর্ঘ লাইন। বলা যায়, এপ্রিলিয়ার এই থ্রিল মেশিন কিনতে হিড়িক লেগেছে!

বাইকটির প্রতি ক্রেতাদের আগ্রহ থেকে রীতিমতো অবাক কোম্পানি। যদিও এর দাম চড়া। ভারতে বিক্রি হচ্ছে ৪ রাখ ১০ হাজার রুপিতে।


বিজ্ঞাপন


আরও পড়ুন: বাজাজ ১২৫ সিসির নতুন মোটরসাইকেল আনছে

এই বাইক বাজারে আসার শুরুর দিকে তেমন একটা বিক্রি-বাট্টা হয়নি। কিন্তু দিন যত গড়াচ্ছে বাড়ছে ক্রেতাদের সংখ্যা। গত বছর ইন্ডিয়া বাইক উইকে ঝড় তুলে লঞ্চ হয় এই স্পোর্টস বাইক।

aprilia

লঞ্চ হওয়ার পর থেকেই অনেকে এটি পছন্দ করতে শুরু করেন। আকর্ষণীয় লুকের পাশাপাশি হায়ার সিসি ইঞ্জিন এটিতে অন্য মাত্রা যোগ করেছে। বাইকে রয়েছে টুইন সিলিন্ডার ইঞ্জিন, যা দারুণ হর্সপাওয়ার এবং টর্ক তৈরি করতে পারে। দারুণ ব্যাপার হল, ভারতেই বাইকটি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা। এবং এখান থেকে তৈরি হয়েই বিশ্ব বাজারে রফতানি করা হচ্ছে এপ্রিলিয়া আরএস ৪৫৭ মডেল।


বিজ্ঞাপন


দক্ষিণ এবং পশ্চিম ভারতে বাইকটি ভালো পরিমাণে বিক্রি হচ্ছে। দেশটির উত্তর এবং পূর্ব দিকে বাইকটির বিক্রি কম। তবে আগামীদিনে উৎপাদনের পরিমাণ বাড়াতে চলেছে এপ্রিলিয়া। কোম্পানি আশা করছে, আগামী কয়েক দিনের মধ্যে ওয়েটিং পিরিয়ড কমে আসবে। ওয়েটিং পিরিয়ড খুব শিগগিরই দুই মাস থেকে কমে আসবে বলে জানানো হয়েছে। অর্থাৎ এই বাইক কেনার জন্য এখন অর্ডার বা বুকিং দিলে দুই মাস পর হাতে পাওয়া যাবে। 

aprilia2

এই বাইকের ইঞ্জিন ও পারফরম্যান্স অনুযায়ী বেশ প্রতিযোগিতামূলক দাম রেখেছে কোম্পানি। যে কারণে এপ্রিলিয়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইয়ামাহা এবং কেটিএমের মতো বাইককে।

এতে পাবেন ৪৫৭ সিসি টুইন সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বোচ্চ ৪৬.৯ হর্সপাওয়ার এবং ৪৩.৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে ৬ স্পিড গিয়ারবক্স এবং কুইকশিফটার। বাইকের সর্বোচ্চ গতি ১৮০ কিমি প্রতি ঘণ্টা। ডুয়াল চ্যানেল এবিএস, ট্র্যাকশন কন্ট্রোল, ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোলসহ একাধিক ফিচার্স রয়েছে।

পারফরম্যান্স এবং ফিচার্স দু দিক দিয়েই বাইকপ্রেমীদের মন যুগিয়েছে এপ্রিলিয়া আরএস ৪৫৭। এই মুহূর্তে বাজারে বাইকের চিরপ্রতিপক্ষ ইয়ামাহা আর৩ এবং কাওয়াসাকি নিনজা ৫০০। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর