শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

ভারতে ই-বাইক বানাবে রয়েল এনফিল্ড

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৫ মে ২০২২, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

ভারতে ই-বাইক বানাবে রয়েল এনফিল্ড

ইলেকট্রিক বাইক তৈরিতে ভারতে কারখানা খুলছে রয়েল এনফিল্ড। ভারতের আইসার মোটরসের সঙ্গে জোট বেঁধে দেশটিতে তৈরি হবে ই-বাইক।  এজন্য বিপুল অংকের অর্থ বিনিয়োগ করতে যাচ্ছে প্রতিষ্ঠানটি। 

প্রায় ৫০০ কোটি রুপি বিনিয়োগ করা হবে ইলেকট্রিক বাইক প্রকল্পে। প্রকল্পটি বাস্তবায়ন করতে চেন্নাইয়ে খোলা হবে কারখানা। রয়েল এনফিল্ডের প্রযুক্তিতে আইসার এই কারখানা পরিচালনা করবে।   


বিজ্ঞাপন


royel enfieldআইসারের এক কর্মকর্তা জানিয়েছেন, ইতিমধ্যে ইলেকট্রিক বাইক তৈরির কাজ শুরু হয়েছে। এসব বাইকের প্রোডাক্ট সাইকেল অনেক লম্বা হবে।

ভারতে দিনে দিনে বাড়ছে ইলেকট্রিক বাইকের চাহিদা। বিভিন্ন দেশের উৎপাদনকারীরা দেশটিতে কারখানা খুলছে। সাধারণ গ্রাহকদের কাছে ই-বাইকের চাহিদাও তুঙ্গে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর