বাজাজের সিএনজি-চালিত মোটরসাইকেল বাজারে আসার তারিখ জানা গেল। দীর্ঘদিন ধরেই এই বাইক নিয়ে অনেকের মনে জল্পনা-কল্পনা চলছিল। অবশেষে জানা গেল ১৮ জুন বাজারে আসবে বহুল প্রত্যাশিত এই সিএনজিচালিত বাইক।
সম্প্রতি বাজাজের কর্ণধার রাজীব বাজাজ এই তথ্য জানিয়েছেন।
বিজ্ঞাপন
বাজারে সিএনজি কিংবা এলপিজিচালিত গাড়ির অহরহ দেখা যায়। কিন্তু গ্যাস দিয়ে চলে এমন দুই চাকার মোটরবাইক তন্ন তন্ন করে খুঁজলেও পাওয়া যাবে না।
আরও পড়ুন: বিশ্বের প্রথম সিএনজি-চালিত মোটরসাইকেল আনছে বাজাজ
এই মুহূর্তে টু হুইলার বাজারে ভালো জায়গায় রয়েছে বাজাজ অটো। সেই সেলস নেটওয়ার্ককে কাজে লাগিয়ে প্রথম সিএনজি বাইক লঞ্চ করবে প্রতিষ্ঠানটি।
রাজীব বাজাজ জানান, আগামী মাসেই শোরুমে আসবে সিএনজি বাইক। যেখানে ফুয়েল ট্যাংকের বদলে থাকবে সিলিন্ডার। আর চলবে মোটরসাইকেল। যদিও সিএনজি থেকে পেট্রোল মোডে চালানো যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।
বিজ্ঞাপন

পেট্রোলের তুলনায় সস্তা হবে এই সিএনজি বাইক বলে দাবি করেছে বাজাজ। প্রতি মাসে বাইকের পেছনে যে তেল খরচ হয় তা এই বাইকে অর্ধেক হয়ে যাবে বলে দাবি করা হচ্ছে। তবে সিএনজি বাইকে কেমন ইঞ্জিন স্পেসিফিকেশন থাকছে তার উপর নির্ভর করবে মাইলেজ। যদি ভালো মাইলেজ পাওয়া যায় তাহলে মধ্যবিত্ত বাইক চালকেরা স্বস্তি পাবেন বলে মনে করা হচ্ছে।
নিত্য যাতায়াতে প্রচুর মানুষকে অনেক পথ যাতায়াত করতে হয়। তাদের জন্য এই ধরনের হাই মাইলেজ বাইক কার্যকর হতে পারে। ১৮ জুন মোটরসাইকেলের দাম ঘোষণা করবে সংস্থা। কোথা থেকে কিনতে পারবেন কী কী সুবিধা, কতগুলো ভ্যারিয়েন্ট সব ওই দিন জানা যাবে।
জানা গিয়েছে, বাইকে লম্বা সিঙ্গেল পিস সিট থাকতে পারে। মিলবে ডিস্ক ও ড্রাম ব্রেক। থাকবে টেলিস্কপিক ফর্ক সাসপেনশন এবং হ্যালোজেন টার্ন ইন্ডিকেটর। এন্ট্রি-লেভেল সেগমেন্টে লঞ্চ হতে চলেছে এই সিএনজি বাইক। ভারতে এই বাইকের দাম হবে ১ লাখ রুপিরও কম।
এজেড

