রোববার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

গাড়ির জন্য ম্যানুয়াল নাকি অটোমেটিক এসি ভালো?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ এপ্রিল ২০২৪, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

গাড়ির জন্য ম্যানুয়াল নাকি অটোমেটিক এসি ভালো?

গাড়িতে দুই ধরনের শীতাতপ নিয়ন্ত্রত যন্ত্র বা এসি থাকে। কোনো গাড়িতে থাকে ম্যানুয়াল এসি, কোনোটায় অটোমেটিক। এই দুই ধরনের এসির মধ্যে কোনটা কেমন, কীভাবে কাজ করে? তা অনেকেই জানেন না। চলুন দুই সিস্টেমের মধ্যে তফাৎ জেনে নেওয়া যাক। পাশাপাশি খরচ বাঁচাতে কোন এসি সঠিক হবে সেই তথ্যও রইল।

আরও পড়ুন: টয়োটার এই ব্র্যান্ড নিউ প্রাইভেট কারের দাম মাত্র ৭ লাখ


বিজ্ঞাপন


প্রতিনিয়ত বদলে যাচ্ছে প্রযুক্তি। গাড়িতেও সেই প্রভাব দেখা গিয়েছে। গরম থেকে বাঁচাতে ম্যানুয়াল এসির জায়গায় অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল জায়গা করে নিয়েছে। এখন বেশিরভাগ গাড়িতেই পাওয়া যায় অটোমেটিক এসি। 

car_2

সহজ ভাষায় বললে, বাইরে থেকে গরম হাওয়া নিয়ে এসি ভেন্টের মাধ্যমে সেটি ঠান্ডা করে কেবিনে ছড়িয়ে দেয়। যার ফলে চালক থেকে যাত্রী সকলেই ঠান্ডা বাতাস অনুভব করতে পারেন। আর এক্ষেত্রে ম্যানুয়াল এসি অন করতে হয় গাড়ির চালকের দ্বারা। মূলত, তিনটে নব থাকে এটি নিয়ন্ত্রণ করার জন্য।

প্রথম নব থাকে তাপমাত্রার জন্য, দ্বিতীয় নব থাকে স্পিড এবং তৃতীয় নব থাকে কী ভাবে বাতাস প্রবেশ করবে। ম্যানুয়াল এসি ও অটোমেটিক এসি দুই সিস্টেমেরই উদ্দেশ্যে গাড়ির কেবিন ঠান্ডা রাখা। কিন্তু, ম্যানুয়াল এসির অসুবিধা হল এটি সম্পূর্ণ গাড়ির চালক ও যাত্রীদের নিয়ন্ত্রণ করতে হয়। যেমন সিলেক্ট করবেন সেই অনুযায়ী ঠান্ডা বাতাস আসবে।


বিজ্ঞাপন


car_ac_6

অপরদিকে অটোমেটিক ক্লাইমেট এসির কার্যকারীতা বেশ আলাদা। এখানে একটি নির্দিষ্ট তাপমাত্রা বেছে নিতে পারেন চালক বা যাত্রী। তারপর সেটা অনুযায়ী গাড়ির কেবিনে তাপমাত্রা বজায় রাখে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল। এখানে শুধু একটি তাপমাত্রা বেছে নিতে হয়। তারপর গাড়ির কেবিনের তাপমাত্রার দেখভাল করা এই সিস্টেমের দায়িত্ব।

বর্তমানে কিছু কিছু গাড়ি ডুয়াল জোন, ট্রাই জোন ক্লাইমেট কন্ট্রোলের সঙ্গে পাওয়া যায়। ডুয়াল জোনের সুবিধা হল এখানে চালক ও সামনের যাত্রী আলাদা তাপমাত্রা বাছতে পারবেন। ট্রাই জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোলের ক্ষেত্রে সামনে ও পিছনে সবাই তাপমাত্রা সেট করতে পারবেন। যদিও ট্রাই জোন অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল বর্তমানে খুব কম গাড়িতেই পাওয়া যায়।

car_ac_pic

ম্যানুয়াল এসির সবথেকে বড় সুবিধা হল এগুলো দামে কম হয়। এমনকি যদি খারাপ হয়ে যায় তাহলে বড় কোনও টাকার ধাক্কা না সামলেও সারিয়ে নেওয়া যায়। কিন্তু, আপনার গাড়িতে যদি অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল থাকে, তাহলে তা সারানোর জন্য বেশ মোটা টাকা খরচ করতে হবে। তবে আপনি যদি এমন এলাকায় থাকেন যেখানে গরম প্রচণ্ড বেশি, তাহলে অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল সবথেকে ভালো অপশন হবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর