মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

শাওমির ইলেকট্রিক গাড়ি কিনতে ক্রেতাদের ঢল

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৪ এপ্রিল ২০২৪, ১০:৩১ এএম

শেয়ার করুন:

car

সম্প্রতি ইলেকট্রিক গাড়ি উন্মোচন করেছে চীনের প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান শাওমি। বাজারে আসা মাত্রই হইচই ফেলে দিয়েছে এই বৈদ্যুতিক গাড়ি। মাত্র ৬ দিনের মধ্যে ১ লাখের বেশি বুকিং পেয়েছে এই গাড়ি। কোম্পানির স্মার্টফোনের মতো চাহিদা তৈরি করেছে এই গাড়ি। যা কেনার জন্য কার্যত হামলে পড়ছেন মানুষজন। কী এমন বৈশিষ্ট্য রয়েছে গাড়িতে যে এত বুকিং হচ্ছে? বিস্তারিত ফিচার্স জেনে নিন।

car3


বিজ্ঞাপন


শাওমির প্রথম ইলেকট্রিক গাড়ি এসইউ৭, যা অল্প দিনে ব্যাপক সাড়া ফেলেছে। টেক জায়েন্ট শাওমির এই ইলেকট্রিক গাড়ি কিনতে ঝাঁপিয়ে পড়েছে মানুষ। বিশ্ব বাজারে ইলেকট্রিক গাড়ির ছবি পালটে দিয়েছে শাওমির এই গাড়ি।

আরও পড়ুন: মারুতি সুজুকি নতুন ৩ ইলেকট্রিক গাড়ি আনছে

এক চার্জে ৭০০ কিমি রেঞ্জ দিতে পারে এই গাড়ি। রয়েছে একাধিক ভ্যারিয়েন্ট। শক্তিশালী ব্যাটারি প্যাক থেকে শুরু করে স্পোর্টস কারের মতো তীক্ষ্ণ ডিজাইন গাড়িটি সুপারহিট হওয়ার অন্যতম কারণ হিসাবে মনে করা হচ্ছে। কোম্পানি জানিয়েছে, প্রথম পর্যায়ে এই ইলেকট্রিক সেডান ৫০০০ ইউনিট ডেলিভার করা হবে। গাড়ির এই চাহিদার কারণে ওয়েটিং পিরিয়ড ৭ মাসে পৌঁছে গিয়েছে।

car


বিজ্ঞাপন


কী কী কারণে সাড়া ফেলেছে শাওমি ইলেকট্রিক গাড়ি?

প্রথম কারণ গাড়ির ডিজাইন। যা ছবি দেখলেই বোঝা যায়। বিলাসবহুল স্পোর্টস কার যেমন দেখতে হয় ঠিক তেমনই চেহারা এই গাড়ির। তাও আবার বাজেটের মধ্যে এবং ব্যাটারির সঙ্গে। যে কারণে এই গাড়িটি নজর কেড়েছে বহু মানুষের।

দ্বিতীয় কারণটি হল ইলেকট্রিক মোটর। এতে বিশেষ ই-মোটর প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। রয়েছে হাইপার ইঞ্জিন ভি৮এস । বাই-ডিরেকশনাল ফুল অয়েল কুলিং প্রযুক্তিও দেওয়া হয়েছে। সর্বোচ্চ ২৭০০০ আরপিএম স্পিডে পৌঁছাতে পারে। সর্বাধিক ৪২৫ কিলোওয়াট শক্তি এবং ৬৩৫ এনএম টর্ক তৈরি করতে পারে।

car2

তৃতীয় কারণটি হল গাড়ির রেঞ্জ। যে টপ মডেল রয়েছে তাতে ১০১ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি প্যাক রয়েছে। যা ফুল চার্জে ৮১০ কিলোমিটার রেঞ্জ দিতে পারে। এছাড়াও গাড়িতে ১৪টি ফিজিক্যাল প্রোটেকশন লেয়ার রয়েছে। মিলবে অ্যাডভান্স ডুয়াল সাইড ওয়াটার কুলিং সিস্টেম।

গাড়ির সর্বোচ্চ গতি ২৬৫ কিলোমিটার প্রতি ঘণ্টা, ০-১০০ কিমি প্রতি ঘণ্টা গতি স্পর্শ করতে সময় নেয় ২.৭৮ সেকেন্ড। এটিও অন্যতম কারণ। তবে গাড়ির ফিচার সবথেকে বড় আকর্ষণের বিষয়। শাওমির তৈরি হাইপার অপারেটিং সিস্টেম রয়েছে এতে। অ্যাডভান্স টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেমসহ একাধিক ফিচার্স মজুত গাড়িতে।

এই রকম লং রেঞ্জ হাই স্পিড এবং হাই-টেক ফিচার সম্পন্ন গাড়ি কিনতে কে না চায়! তাও যদি দাম হয় বাজেটের মধ্যে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর