শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এলো হোন্ডা শাইন ১০০, মাইলেজ কত?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৪, ১১:৪০ এএম

শেয়ার করুন:

এলো হোন্ডা শাইন ১০০, মাইলেজ কত?

বাংলাদেশের বাজারে ১০০ সিসির নতুন মোটরসাইকেল এনেছে হোন্ডা। মডেল হোন্ডা শাইন ১০০। এটি একটি জ্বালানি সাশ্রয়ী কমিউটার বাইক।

আরও পড়ুন: হোন্ডা ১০০ সি‌সি‌র নতুন মোটরসাইকেল আনল


বিজ্ঞাপন


২০২৩ সালের মার্চে ভারতে বাইকটি লঞ্চ হয়। তার ঠিক এক বছর পর বাংলাদেশে লঞ্চ হল হোন্ডা সাইন ১০০। সংস্থার সবথেকে কমদামি এবং উচ্চ মাইলেজ সম্পন্ন বাইক। যেখানে প্রতি লিটারে ৬৫ কিলোমিটার মাইলেজ পাওয়া যায়। বাইকে আরও বেশ কিছু ফিচার্স রয়েছে।

honda_inner

এই বাইকের ডিজাইন দুর্দান্ত। এর সিট বেশ আরামদায়ক। যাদের বাজেট তুলনামূলক কম তাদের কাছে এটি ভালো বিকল্প হয়ে উঠতে পারে। এই বাইকের মূল প্রতিপক্ষ রয়েছে হিরো স্প্লেন্ডর।

হোন্ডা শাইন ১০০ মডেলের দাম


বিজ্ঞাপন


দেশে হোন্ডা সাইনের দাম ১ লাখ ৭ হাজার টাকা। ভারতে বাইকের এক্স শোরুম দাম ৬৫ হাজার রুপি। দুই দেশে বাইকের দামে বেশ তফাৎ রয়েছে। প্রায় ৪২ হাজার টাকা। মধ্যবিত্তের নিত্য যাতায়াতে ভরসা দিতে বাজারে এই বাইক হাজির করেছে সংস্থাটি। মাইলেজের সঙ্গে বাইকে খুব বেশি ফিচার্স না থাকায় মেইনটেনেন্স খরচও কম লাগতে পারে।

হোন্ডা শাইন ১০০ বাইকের ফিচার্স

এই বাইকের স্পেসিফিকেশন রয়েছে ৯৮ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭.২৮ হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক তৈরি করতে পারে। বাইকের টপ স্পিড ৮৫ কিমি প্রতি ঘণ্টা। রয়েছে ৪ স্পিড গিয়ার। বাইকের মাইলেজ ৬৫ কিমি প্রতি লিটার। ফুয়েল ট্যাংক ভর্তি করলে রাইডিং রেঞ্জ ৫৮৫ কিলোমিটার। ফুয়েল ক্যাপাসিটি রয়েছে ৯ লিটার।

honda_pic

ভারতে বিএস ৬ স্ট্যান্ডার্ড মডেলে পাওয়া গেলেও বাংলাদেশে বিক্রি হচ্ছে হোন্ডা শাইন ১০০-এর বিএস ৪ স্ট্যান্ডার্ড ইঞ্জিন। এই বাইকের সামনে রয়েছে টেলিস্কপিক ফর্ক এবং পেছনে ডুয়াল শক অ্যাবসর্বার। দুই চাকাতেই পাবেন ড্রাম ব্রেক। নেই ডিস্ক ব্রেকের অপশন। বাইকের ওজন এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স (মাটি থেকে বাইকের উচ্চতা) বেশ কম। যে কারণে ভালো নিয়ন্ত্রণ করা যাবে বলে দাবি সংস্থার।

honda_3

শাইন ১০০-এর কার্ব ওয়েট ৯৯ কেজি এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্ ১৬৮ মিলিমিটার। সিটের উচ্চতা রয়েছে ৭৮৬ মিলিমিটার। ফিচার্স রয়েছে খুবই সাদামাটা। পাবেন অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল, অ্যানালগ ওডোমিটার, অ্যানালগ স্পিডোমিটার, হ্যাজার্ড ওয়ার্নিং ইন্ডিকেটর, লো ফুয়েল ইন্ডিকেটর, অটোমেটিক হেডলাইট অন এবং হ্যালোজেন লাইটিং। বাইকে ব্লুটুথ কানেক্টিভিটির কোনও সুবিধা নেই।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর