এবছরের মাঝামাঝি সময়ে বাজারে আসতে চলেছে দুর্ধর্ষ সিট্রয়েন বাসল্ট। এটি কোম্পানির সি৩ এয়ারক্রস গাড়ির আপডেটেড ভার্সন। সম্প্রতি চার চাকার ছবি প্রকাশ করেছে সংস্থা। গাড়ির অনবদ্য ডিজাইন নজর কাড়তে পারে ক্রেতাদের। এই গাড়ি এলে কি চাপে পড়বে টাটা মোটরস?
টাটা কার্ভও একটি অত্যাধুনিক ডিজাইন সম্পন্ন গাড়ি। ঠিক যেমন সিট্রয়েন বাসল্ট। জুন নাগাদ গাড়ির দাম ঘোষণা করতে পারে সংস্থা, গাড়ির ডিজাইন অনেক জায়গাতেই চমক দিতে পারে আপনাকে, অনেকটা কূপ স্টাইল এসইউভি এই সিট্রয়েন বাসল্ট।
বিজ্ঞাপন
আরও পড়ুন: শাওমি এই প্রথম ইলেকট্রিক গাড়ি আনল, দাম হাতের নাগালে
টাটা কার্ভও ডিজাইনের দিক দিয়ে খুব বেশি পিছিয়ে নেই। কূপ স্টাইল এসইউভি বাজারে টাটাদের সবথেকে বড় লঞ্চ হতে পারে টাটা কার্ভ। যারা আগামীদিনে এই কূপ স্টাইল এসইউভি কিনবেন তাদের কাছে সেরাটা বেছে নেওয়া বেশ কঠিন হতে পারে।

সিট্রয়েন বাসল্টের সামনের লুক এবং সি৩ এয়ারক্রস গাড়ির সামনের লুক প্রায় এক। তফাৎ রয়েছে খুব কম জায়গাতেই। যেমন ফ্রন্ট বাম্পার। তাছাড়া গাড়ির আকর্ষণীয় গোল্ডেন পেইন্ট স্কিম নজর কাড়তে পারে মানুষের। আপাতত জানা গিয়েছে, টাটা কার্ভ পেট্রোল-ডিজেল এবং ইলেকট্রিক বিকল্পেও পাওয়া যাবে।
বিজ্ঞাপন
অন্যদিকে সিট্রয়েন বাসল্ট গাড়ির কী কী পাওয়ারট্রেন লঞ্চ হবে তা এখনও নিশ্চিত নয়। সূত্রের খবর, গাড়িতে ১.২ লিটার টার্বোচার্জ পেট্রোল ইঞ্জিন থাকবে। যা সর্বোচ্চ ১০৯ হর্সপাওয়ার এবং ২০৫ এনএম টর্ক তৈরি করতে পারে। সঙ্গে মিলবে ৬ স্পিড ম্যানুয়াল ও অটোমেটিক ট্রান্সমিশন।
কম্প্যাক্ট এসইউভি গাড়ির বাজারে দারুণ বিকল্প হতে চলেছে সিট্রয়েন বাসল্ট। তবে এই চার চাকার দাম নিয়ে কৌতূহল বাড়ছে। গাড়ির সম্ভাব্য লঞ্চ ডেট ও ছবি প্রকাশ করলেও দাম বিষয়ে এখনও কোনও তথ্য জানায়নি সংস্থা।

অন্যদিকে টাটা কার্ভের সঙ্গে যদি গাড়ির তুলনা করেন, তাহলে টাটা মোটরসের গাড়িটির দাম কম থাকতে পারে। এক রিপোর্ট অনুযায়ী, ভারতে টাটা কার্ভের দাম শুরু হতে পারে সাড়ে দশ লাখ রুপি। সিট্রয়েন যদি ইউ রেঞ্জের মধ্যে লঞ্চ করে তাহলে ক্রেতাদের হাতে বিকল্প থাকবে।
একটা সময় ছিল যখন আন্তর্জাতিক বাজারেই বিক্রি হত এই ধরনের কূপ ডিজাইনের কম্প্যাক্ট এসইউভি। কিন্তু, ভারতে ইদানিং এই ধরনের গাড়ির চল বেড়েছে। টাটা মোটরসের মতো সংস্থা এই গাড়ি বানাতে শুরু করেছে। সিট্রয়েনের মতো বিদেশি ব্র্যান্ডও ভারতে কূপ স্টাইল কম্প্যাক্ট এসইউভি লঞ্চ করার পরিকল্পনা শুরু করেছে।
এজেড

