মরিস গ্যারেজ বা এমজি, গাড়ির বাজারে জনপ্রিয় এক নাম। ব্রিটিশ এই কোম্পানি সম্প্রতি বাজারে আলোড়ন তৈরি করেছে। সাশ্রয়ী দামে গাড়ি বিক্রি করে সুনামও কুড়িয়েছে। প্রতিষ্ঠানটি হেক্টর মডেলের নতুন ভেরিয়েন্ট এনেছে। যার দামও কমেছে। এটি একটি এসইউভি গাড়ি।দারুণ ফিচার্সসহ এই গাড়িতে রয়েছে বেশ ভালো নিরাপত্তা বৈশিষ্ট্য।
বিজ্ঞাপন
মরিস গ্যারাজ সম্প্রতি ভারতে নতুন দুটি গাড়ি লঞ্চ করেছে - সাইন প্রো এবং সিলেক্ট প্রো। পাশাপাশি গাড়ির যে এন্ট্রি লেভেল ভ্যারিয়েন্ট রয়েছে তার দাম প্রায় ১ লাখ টাকা কমিয়েছে। গাড়িগুলিতে বেশ কিছু নতুন সুবিধাও যোগ করেছে সংস্থা। বাজারে এই গাড়ি ভালো প্রতিযোগিতা দিতে পারে বাকিদের।
প্রথমেই জানিয়ে রাখি, শুধুমাত্র গাড়ির এন্ট্রি লেভেল পেট্রল মডেল রয়েছে তার দাম কমিয়েছে সংস্থা।

বড় ডিজিটাল স্ক্রিন: নতুন ভ্যারিয়েন্টে পাবেন ১৪ ইঞ্চির এইচডি পোর্ট্রেট ইনফোটেনমেন্ট সিস্টেম সঙ্গে অ্যাপেল কারপ্লে এবং অ্যানড্রয়েড অটো। মিলবে ওয়্যারলেস ফোন চার্জার, সাইন প্রো এবং সিলেক্ট প্রো। দুই মডেলেই পাবেন ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার সঙ্গে এলসিডি স্ক্রিন।
বিজ্ঞাপন
ডিজিটাল ফিচার্স: গাড়িতে মিলবে ক্রূজ কন্ট্রোল, ইলেকট্রিক পার্কিং, পুশ বাটন স্টার্ট এবং স্মার্ট কি। গাড়িতে প্রথমবারের মতো ডিজিটাল ব্লুটুথ কি এবং কি শেয়ারিং ফিচারও পাওয়া যাবে। গাড়ির নতুন দুই ভ্যারিয়েন্টেই পাবেন সিঙ্গেল পেন সানরুফের সুবিধা।

এমজি শিল্ড: এই গাড়ির সঙ্গে ৩+৩+৩ প্যাকেজ পাবেন ক্রেতারা। এর মধ্যে রয়েছে ৩ বছর আনলিমিটেড কিলোমিটার, ৩ বছর রোডসাইড অ্যাসিস্ট্যান্ট এবং ৩ বছর লেবার ফ্রি পিরিয়ডিক সার্ভিস।
গাড়ির ইঞ্জিন: এমজি হেক্টরে পাবেন বিএস৬ ২.০ ইঞ্জিন। ১.৫ লিটার পেট্রোল এবং ২ লিটার ডিজেল ইঞ্জিনে গাড়িটি কেনা যাবে। সঙ্গে ৬ স্পিড ম্যানুয়াল এবং অটোমেটিক ট্রান্সমিশন।
এজেড

