ভারতের হিরো মটো কর্প তিনটি মডেলের এক্সট্রিম সিরিজের বাইক বিক্রি করে। এর মধ্যে হিরো এক্সট্রিম ২০০এস এবং ১৬০আর বেশ পুরনো মডেল। সম্প্রতি এই সিরিজে নতুন মডেল এক্সট্রিম ১২৫আর এসেছে। এই তিন মডেল থেকে কোনটি কিনবেন? জানুন এসব বাইকের ফিচার।
হিরো এক্সট্রিম সিরিজের তিনটি বাইকই সেরা। এই সিরিজে ১২৫ সিসি, ১৬০ সিসি এবং ২০০ সিসির বিকল্প রেখেছে কোম্পানি।
বিজ্ঞাপন
২০২৪ সালের শুরুতে বাজারে আসে হিরো এক্সট্রিম সিরিজের নতুন মডেল ১২৫ আর। শক্তিশালী ইঞ্জিনের সঙ্গে স্মার্ট ফিচার্স এবং আকর্ষণীয় চেহারা রয়েছে এই বাইকের।
হিরো এক্সট্রিম ১৬০আর
এই মডেলে রয়েছে ১৬৩ সিসি সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। যা সর্বাধিক ১৫ হর্সপাওয়ার এবং ১৪ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে রয়েছে ৫ স্পিড গিয়ারবক্স, বাইকের সর্বোচ্চ গতি ১০৭ কিমি প্রতি ঘণ্টা। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি রয়েছে ১২ লিটার এবং রিজার্ভ ফুয়েল ১.৯ লিটার। প্রতি লিটারে ৫০ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে এই বাইক।
বিজ্ঞাপন
হিরো এক্সট্রিম ২০০এস ফোরভি
২০০ সিসি বাইকের বাজারে দারুণ একটি মডেল। যেখানে পাবেন ১৯৯ সিসির ইঞ্জিন। যা থেকে সর্বোচ্চ ১৮.১ হর্সপাওয়ার এবং ১৭.১ এনএম টর্ক শক্তি তৈরি হয়। সঙ্গে মিলবে ৫ স্পিড গিয়ারবক্স। বাইকের মাইলেজ ৪০ কিমি প্রতি লিটার। এটির দু চাকাতেই পাবেন ডিস্ক ব্রেক সঙ্গে অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম (সিঙ্গেল চ্যানেল)। বাইকে ফিচার্স রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট কনসোল এবং এলইডি লাইটিং।
এজেড