শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ঢাকা

স্মার্ট স্কুটার আনল হিরো

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৯ মে ২০২২, ০৯:৩৫ এএম

শেয়ার করুন:

স্মার্ট স্কুটার আনল হিরো

ভারতের জনপ্রিয় অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান হিরো নতুন স্মার্ট স্কুটার বাজারে আনল। মডেল হিরো ডেসটিনি এক্সটেক ১২৫। মধ্যবিত্ত গ্রাহকের কথা চিন্তা করে স্কুটারটি বাজারে ছাড়া হয়েছে। 

আগের থেকে প্রিমিয়াম এই ভার্সনে থাকছে নতুন ডিজাইন ও একগুচ্ছ নতুন ফিচার। এই স্কুটারে থাকছে নতুন এলইডি হেডল্যাম্প, রেট্রো ডিজাইন, ক্রোম ফিনিশ। যা এই স্কুটারকে প্রিমিয়াম লুক দেবে। থাকছে একটি ১২৫ সিসির ইঞ্জিন।


বিজ্ঞাপন


hero
 নতুন স্কুটারে কোম্পানির আই৩এস প্রযুক্তি ব্যবহার হয়েছে। এছাড়াও রয়েছে ইউএসবি চার্জার, ব্লুটুথ কানেক্টিভিটি, নতুন ডিজিটাল-অ্যানালগ স্পিডোমিটার। এই স্পিডোমিটারে কল ও এসএমএস অ্যালার্ট পাওয়া যাবে। এছাড়াও সাইড স্ট্যান্ড নামালে ইঞ্জিন নিজে থেকে বন্ধ হয়ে যাবে। আরামদায়ক রাইডিং অভিজ্ঞতার জন্য থাকছে সিট ব্যাক রেস্ট।

এই স্কুটারে আগের থেকে ভালো মাইলেজ ও পিক-আপ পাওয়া যাবে। এছাড়াও আগের থেকে রক্ষণাবেক্ষণে কম খরচ হবে বলে জানিয়েছে হিরো। ভারতে স্কুটারটি বিক্রি হচ্ছে ৭৪ হাজার ৯৫০ রুপিতে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর