মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

নতুন মারুতি সুজুকি সুইফটে পাবেন এয়ারব্যাগ, টাচস্ক্রিন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ১১:১১ এএম

শেয়ার করুন:

CAR

নতুন ফিচার নিয়ে আপডেটেড মডেলে আসছে মারুতি সুজুকি সুইফট। এই গাড়িতে দেওয়া হয়েছে অত্যাধুনিক সব ফিচার। বিশেষ করে মারুতি ব্রেজ্জার মডেলের ৫টি জনপ্রিয় ফিচার এই গাড়িতে দেওয়া হয়েছে। আরও কী কী চমক নিয়ে বাজারে পা রাখতে চলেছে নতুন মারুতি সুজুকি সুইফট? জানুন বিস্তারিত।

চতুর্থ প্রজন্মের মারুতি সুজুকি সুইফট লঞ্চ হতে চলেছে ভারতে। ইতিমধ্যে গাড়ি নিয়ে জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে ব্যবসায়িক মহলে। এই মুহূর্তে ভারতে কোম্পানির অন্যতম জনপ্রিয় এবং সস্তা গাড়ি মারুতি সুইফট। 


বিজ্ঞাপন


এক রিপোর্ট অনুযায়ী, এই গাড়িতে মারুতি সুজুকি ব্রেজ্জার ৫ ফিচার থাকতে পারে। ভারতে গাড়ির টেস্ট মডিউলও নেমে পড়েছে পরীক্ষার জন্য।

CAR_PIC_MAIN

মারুতি অন্যতম কম্প্যাক্ট গাড়ি ব্রেজ্জা। যাকে অনুসরণ করে দেশে সুইফটের পুনর্জন্ম দিতে চলেছে মারুতি সুজুকি। এই গাড়িতে যে নতুন ডিজাইন ও চেহারা থাকতে চলেছে তা অনেকটাই প্রত্যাশিত।

৯ ইঞ্চি টাচস্ক্রিন


বিজ্ঞাপন


বর্তমান প্রজন্মের মারুতি সুজুকি সুইফটে রয়েছে ৭ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। যাকে প্রতিস্থাপন করতে পারে ৯ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম। এই ফিচার মারুতি ব্রেজ্জা গাড়িতেও রয়েছে। ব্রেজ্জা ছাড়াও ফ্রনক্স এবং ব্যালেনোতেও রয়েছে একই টাচস্ক্রিন। যেখানে অ্যানড্রয়েড অটো, অ্যাপল কারপ্লেসহ একাধিক কানেক্টিভিটি ফিচার পাওয়া যাবে।

ওয়্যারলেস ফোন চার্জার

এখনকার  এসইউভি গাড়িতে ওয়্যারলেস ফোন চার্জিং খুব কমন ফিচার হয়ে গেছে। সেই প্রিমিয়াম সুবিধা এবার পাওয়া যাবে মারুতি সুজুকি সুইফটে। বাজেট গাড়ির ক্ষেত্রে এটি একটি বড় সুবিধা। এটি তাদের জন্য কার্যকরী হতে পারে যারা গান এবং নেভিগেশনের জন্য স্মার্টফোনের উপর ভীষণভাবে নির্ভরশীল থাকেন।

৩৬০ ডিগ্রি ক্যামেরা

সেফটি ফিচারের ক্ষেত্রে অত্যন্ত দরকারি ৩৬০ ডিগ্রি ক্যামেরা। এবার সেই সুবিধা পাওয়া যাবে নতুন প্রজন্মের সুইফটে। মারুতি সুজুকি ব্রেজ্জা গাড়িতেও রয়েছে ৩৬০ ডিগ্রি ক্যামেরা। পার্কিং স্পেস কম থাকলে বা রাস্তায় গর্ত থাকলে তা থেকে সুরক্ষিত থাকার জন্য এই ফিচার কার্যকর হতে পারে।

হেডস আপ ডিসপ্লে

ব্রেজ্জাসহ একাধিক মডেলে হেডস আপ ডিসপ্লে দিয়ে থাকে মারুতি সুজুকি। ফ্রনক্স ও গ্র্যান্ড ভিটারা গাড়িতেও রয়েছে হেডস আপ ডিসপ্লে। এই সুবিধা নতুন সুইফটেও পাওয়া যাবে বলে শোনা যাচ্ছে। হেডসআপ ডিসপ্লে থাকার ফলে ড্রাইভার রাস্তার দিকে নজর রেখেও স্পিড এবং নেভিগেশন সংক্রান্ত তথ্য দেখতে পারবেন।

ছয়টি এয়ারব্যাগ

বর্তমানে যে সুইফট বিক্রি হয় তাতে ডুয়াল এয়ারব্যাগ পাওয়া যায়। কিন্তু, নিরাপত্তা মজবুত করতে ছয়টি এয়ারব্যাগ নিয়ে আসছে এই গাড়ি। মারুতি সুজুকি ব্রেজ্জাতেও পাবেন ছয়টি  এয়ারব্যাগ। সুরক্ষার সঙ্গে কোনও রকম আপোস করবে না চতুর্থ প্রজন্মের মারুতি সুইফট।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর