ব্রেকে ত্রুটি থাকায় বাজার থেকে দুই মডেলের স্কুটার ফিরিয়ে নিচ্ছে জাপানের ইয়ামাহা। মডেল দুইটি হলো ইয়ামাহা রেজেডআর এবং ফ্যাসিনো।
যান্ত্রিক ত্রুটির কারণে ভারতে কয়েক লাখ স্কুটার ফিরিয়ে নিচ্ছে ইয়ামাহা।
বিজ্ঞাপন

এই দুই স্কুটারের বেশ কিছু মডেলের ব্রেক লিভারে ত্রুটি দেখা গিয়েছে। তাই দেরি না করে তড়িঘড়ি সেই সব স্কুটার ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
ইয়ামাহার এই স্কুটারে যান্ত্রিক ত্রুটি
সম্প্রতি কোম্পানির বেশ কিছু স্কুটারের ব্রেক লিভার ফাংশনে ত্রুটি লক্ষ্য করা গিয়েছে। এই সমস্যা দেখা যেতেই দ্রুত স্কুটারগুলি রিকল করার সিদ্ধান্ত নিয়েছে জাপানি সংস্থাটি। প্রায় ৩ লাখ ১২৫ সিসি ইঞ্জিনের স্কুটারগুলোতে এই সমস্যা দেখা গিয়েছে।
বিজ্ঞাপন

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, ১ জানুয়ারি ২০২২ থেকে ৪ জানুয়ারি ২০২৪-এর মধ্যে যে সব স্কুটার উৎপাদন করা হয়েছে সেগুলো ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্কুটারে যে ত্রুটি দেখা গিয়েছে তার ফলে রাস্তায় গুরুতর সমস্যায় পড়তে পারেন চালকেরা। তাই চালকদের সুরক্ষার কথা ভেবে তড়িঘড়ি রিকল করার সিদ্ধান্ত নিয়েছে সংস্থা।
কোম্পানি জানিয়েছে, যে সব স্কুটারে সমস্যা দেখা গিয়েছে সেগুলো সম্পূর্ণ বিনামূল্যে সারিয়ে দেবে ইয়ামাহা। গ্রাহকদের কোনও টাকা খরচ করতে হবে না। তবে এর জন্য অবশ্যই অফিশিয়াল ওয়েবসাইট অথবা সার্ভিস সেন্টারে যোগাযোগ করতে হবে।
এজেড

