শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

এটাই বিশ্বের সবচেয়ে দামি সাইকেল, সুইচ চাপলেই রঙ বদলায়

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৪, ১০:৫৮ এএম

শেয়ার করুন:

cycle

বিশ্বের সবচেয়ে দামি সাইকেল কোনটি? এই প্রশ্নের উত্তর নেই অনেকের কাছেই। যারা জানেন না তাদের জানাচ্ছি- বিশ্বের সবচেয়ে দামি সাইকেলের নাম পিজি বুগাতি চিরন।

এই সাইকেলের ওজন মাত্র ৫ কেজি, ছন্দে ছন্দে রঙ বদলায় এই দু চাকা। বিশ্বব্যাপী জনপ্রিয় স্পোর্টস কার বুগাতি চিরনের আদলে বানানো হয়েছে এই সাইকেল। এর দাম শুনলে চোখ কপালে উঠতে বাধ্য! বড় বড় স্পোর্টস বাইক এবং বিলাসবহুল গাড়িকেও পিছনে ফেলবে এই সাইকেল। কী এমন বিশেষত্ব রয়েছে? চলে আসুন বিশ্বের সবচেয়ে দামি সাইকেল সম্পর্কে জেনে নেওয়া যাক।


বিজ্ঞাপন


ccyle

বিশ্বের সবথেকে দামি সাইকেল

সুপার বাইক এবং স্পোর্টস কারের যুগে চমক দিতে এল সুপার সাইকেল। অত্যাধুনিক প্রযুক্তি এবং ডিজাইনের এই দু চাকা বিশ্বের সবথেকে দামি সাইকেল। যা বানিয়েছে ফ্রান্সের বুগাটি। বিশ্বের সবথেকে জনপ্রিয় গাড়ি বুগাটি চিরনের আদলে তৈরি হয়েছে এই সাইকেল। যার নাম পিজি বুগাতি চিরন বাইক।

আরও পড়ুন: মার্ভেল সিরিজে দেখা যাবে রয়েল এনফিল্ড মোটরসাইকেল


বিজ্ঞাপন


সর্বোচ্চ ১৫০০ হর্সপাওয়ার উত্পন্ন করতে পারে বুগাটি চিরন। যার আদলে তৈরি করা হয়েছে এই সাইকেল। সুতরাং, দু চাকায় যে আধুনিক প্রযুক্তি থাকবে এমনটা আশা করাই যায়। এটি আপনার প্রিয় স্পোর্টস বাইকের থেকেও দামি।

ccyle-3

বুগাতি সাইকেলের দাম কত?

পিজি বুগাতি বাইকের দাম ৩৯ হাজার মার্কিন ডলার। এই দামে অসংখ্য স্পোর্টস বাইক, এমনকী গাড়িও কেনা যাবে। সাইকেলটি বুগাতি চিরন স্পোর্টস কারের ১০০ শতাংশ কপি। প্রিমিয়াম হওয়ার অন্যতম কারণ এতে দামি উপাদান ব্যবহার করা হয়েছে। এই সাইকেলের সীমিত সংখ্যক ইউনিটই বাজারে এনেছে বুগাটি। মাত্র 667টি সাইকেল রয়েছে গোটা পৃথিবীতে।

বুগাতি সাইকেলের বিশেষত্ব কী?

নাসার মহাকাশ অভিযানে ব্যবহৃত উপাদান ও যন্ত্রপাতি ব্যবহার করা হয়েছে। নামী দামি স্পোর্টস কারে যে উপাদান ব্যবহার করা হয় তা রয়েছে এতে। ৯৫ শতাংশ কার্বন ফাইবার দিয়ে তৈরি এই সাইকেল। সিট, হ্যান্ডেল সব তৈরি কার্বন ফাইবারে।

cycle1

ছন্দে ছন্দে রঙ বদলায় এই সাইকেল

সাইকেল তো দূর মোটরসাইকেল এবং গাড়িতেও এমন বৈশিষ্ট্য দেখা যায় না। সাইকেলে রয়েছে একটি বিশেষ বাটন, যা চাপলেই বদলে যাবে রঙ। রাস্তা যেমনই হোক না কেন আরাম দেওয়ার জন্য রয়েছে ফিক্সড গিয়ার বেল্ট ড্রাইভ, অ্যাবসর্বিং বার এবং চামড়ার আসন।

আরও জানা গিয়েছে, ফর্মুলা ওয়ান ইঞ্জিনিয়ারদের তত্বাবধানে তৈরি হয়েছে এই সাইকেল। নিত্য যাতায়াতের জন্য ডিজাইন করা হয়নি এই দুই চাকা। এটি একটি লিমিটেড এডিশন। যা জেনেভা মোটর শো-তে সামনে এনেছিল সংস্থা।

অত্যন্ত নিখুঁতভাবে ডিজাইন করা হয়েছে সাইকেলটি। যা এটির ছবি দেখলেই বুঝতে পারবেন। এমন সাইকেল কিনতে গেলে ৩৯ হাজার ডলার প্রস্তুত রাখতে হবে। তবেই হাতে মিলবে চাবি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর