মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

রয়েল এনফিল্ড বাইক বাংলাদেশে আসবে জুলাই মাসে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:১৮ পিএম

শেয়ার করুন:

royal enfield

চলতি বছরের জুলাই মাসে বাংলাদেশের বাজারে আসবে রয়েল এনফিল্ডের ৩৫০ সিসির মোটরসাইকেল। ব্র্যান্ডটির বাইক বিক্রির জন্য দেশজুড়ে ডিলার নিয়োগ দিচ্ছে ইফাদ গ্রুপ। শুরুতে রয়েল এনফিল্ডের চারটি মডেল বিক্রি করা হবে। রয়েল এনফিল্ডের ৩৫০ সিসির জনপ্রিয় মডেল ক্ল্যাসিক ও বুলেট। এই দুই মডেলই দেশের বাজারে বিক্রি হবে। 

ইফাদ গ্রুপের পরিচালক বলেন,  রয়েল এনফিল্ড ক্ল্যাসিক, বুলেট, হান্টার এবং মিটিওর নামের এই চারটি মডেল স্থানীয়ভাবে তৈরি করা হবে। এসব বাইকের দাম নির্ভর করবে বিনিময় হারের ওপর।


বিজ্ঞাপন


re

তিনি আরও বলেন, ‘আমরা যতটা সম্ভব দাম কম রাখার চেষ্টা করব।’

তিনি জানান, চট্টগ্রামে ইফাদ মোটরসের কারখানায় বছরে ৪০ হাজার মোটরসাইকেল তৈরির ক্ষমতা রয়েছে। 

আরও পড়ুন: হাইব্রিড বাইক আনছে কাওয়াসাকি, পেট্রোল শেষ হলেও চলবে


বিজ্ঞাপন


গত বছরের শেষের দিকে সড়কে ৩৭৫ সিসি পর্যন্ত মোটরসাইকেল চালানোর সরকারি অনুমোদনের পর, বাংলাদেশে বাজাজ মোটরসাইকেলের প্রস্তুতকারক উত্তরা মোটরস ইতোমধ্যেই ২৫০ সিসি মডেলের ‘পালসার এন-২৫০’ বাজারে ছেড়েছে।

re4

কিন্তু উচ্চতর সিসির মোটরসাইকেলগুলো বাংলাদেশি রাস্তায় চালানোর জন্য অবশ্যই স্থানীয়ভাবে তৈরি করতে হবে।

রয়েল এনফিল্ড ভারতীয় মোটরসাইকেল ব্র্যান্ড। যা তরুণদের মাঝে ব্যাপক জনপ্রিয়। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর