নিনজা সিরিজে নতুন বাইক আনল কাওয়াসাকি। মডেল কাওয়াসাকি নিনজা ৩০০। এই বাইকটির বিশেষত্ব হচ্ছে এটা ঘণ্টায় ১৯২ কিলামিটার গতির ঝড় তুলতে পারবে। ভারতে বাইকটি বিক্রি হচ্ছে ৩ লাখ ৩৭ হাজার রুপিতে।
বার্ষিক এই আপডেটে নতুন মোটরসাইকেলে খুব বেশি পরিবর্তন আসেনি। তিনটি নতুন রঙে পাওয়া যাবে বাইকটি। লাইম গ্রিন, ক্যান্ডি লাইম গ্রিন ও ইবনি রঙে এই বাইক বিক্রি হবে।
বিজ্ঞাপন
তবে লাইম গ্রাইন কালারে ২০২১ সালের মডেলের গ্রাফিক্স ব্যবহার হয়েছে। অন্য রঙে থাকছে নতুন গ্রাফিক্স। নতুন রঙ ছাড়া চলতি বছরের মডেলে আর কোন নতুন ফিচার যুক্ত হয়নি।
কাওয়াসাকি নিনজা ৩০০ মডেলে রয়েছে বিএস ৬ ইঞ্জিন। এটি ২৯৬ সিসির প্যারালাল টুইন লিকুইড কুলড ইঞ্জিন। সঙ্গে রয়েছে ৬ স্পিড গিয়ারবক্স। এই ইঞ্জিনে সর্বোচ্চ ৩৮.৪ বিএইচপি শক্তি ও ২৭ নিউটন মিটার টর্ক পাওয়া যাবে। বিশেষ ফিচার হিসেবে রয়েছে, টুইন পড হ্যালোজেন হেডলাইট, সেমি ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, অ্যাসিস্ট ও স্লিপার ক্লাচ মেকানিজম ও ডুয়াল চ্যানেল এবিএস।
মাত্র ৬.৬ সেকেন্ডে ০-১০০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ছুটতে পারবে নতুন নিনজা। ঘণ্টায় এর গতি ১৯২ কিলোমিটার।
এজেড

