শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

হিরোর সবচেয়ে বেশি বিক্রীত মোটরসাইকেল প্যাশন

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩২ এএম

শেয়ার করুন:

HERO BIKE

অনেকেই মনে করেন হিরোর তৈরি সবচেয়ে বেশি বিক্রীত মোটরসাইকেল স্প্লেন্ডর। কিন্তু এই তথ্য এখন আর খাটে না। কেননা, প্রতিষ্ঠানটির সবচেয়ে বেশি বিক্রীত বাইক এখন প্যাশন। 

হিরো মটোকর্পের যতগুলো বাইক আছে তার সবথেকে বেশি জনপ্রিয় স্প্লেন্ডর। কিন্তু, এই মোটরসাইকেলকেও ছাপিয়ে গিয়েছে আরেকটি বাইক। বলা যায়, স্প্লেন্ডরের থেকে এক কাঠি উপরে এই টু হুইলার। এক লাফে বিক্রি বেড়েছে ১১৬৮ শতাংশ। সাড়া ফেলে দেওয়া এই বাইকটা কি আপনার কাছেও রয়েছে?


বিজ্ঞাপন


oass

বাইকের বাজারে সেরা মাইলেজ দিয়ে থাকে হিরো স্প্লেন্ডর। যা কিনতে চান অনেকেই। দেশজুড়ে প্রচুর মানুষ নিত্য যাতায়াতে চালান এই মোটরসাইকেল। কিন্তু, বিক্রির নিরিখে স্প্লেন্ডরকেও ছাপিয়ে গিয়েছে হিরো প্যাশন প্লাস।

ভারতের সবথেকে বড় মোটরসাইকেল নির্মাতা হিরো মটোকর্প। এতদিন ধরে সংস্থা যে বাইক মানুষের মন জিতে এসেছে তা হল স্প্লেন্ডর। কিন্তু, নভেম্বরের বিক্রি পরিসংখ্যান বলছে, মাসটা ভালো যায়নি স্প্লেন্ডরের। যদিও সেই শূন্যস্থান পূরণ করেছে হিরো প্যাশন।

PASHION


বিজ্ঞাপন


বাজারে হিরো স্প্লেন্ডরের পরই রয়েছে হোন্ডা সাইন। এই মোটরসাইকেলও দারুণ ভাবে আকৃষ্ট করেছে মানুষকে। 

হিরো প্যাশন বাইকের ফিচার্স ও স্পেসিফিকেশন

এই মোটরসাইকেলে রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুল্ড ইঞ্জিন। যা সর্বাধিক ৮ ব্রেক হর্সপাওয়ার এবং ৮.০৫ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। সঙ্গে আছে ৪ স্পিড ট্রান্সমিশন, বাইকের একটি ১২৫ সিসি মডেলও বিক্রি হয় ভারতে। হিরো প্যাশন প্রতি লিটার ৭০ কিলোমিটার মাইলেজ দিয়ে থাকে।

সম্প্রতি বাইকের আপডেটেড ভার্সনও লঞ্চ হয়েছে। হিরো প্যাশন প্লাসের সর্বোচ্চ গতি ৮৫ কিমি প্রতি ঘণ্টা। রয়েছে ১১ লিটার ফুয়েল ট্যাংক। বাইকের সামনে ও পেছনে মিলবে ডিস্ক ব্রেক। টেলিস্কপিক এবং টুইন টিউব সাসপেনশন।

passion-pic

এই বাইকের দুই চাকার আয়তন ১৮ ইঞ্চি। ফিচার্স মিলবে সেমি-ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল ওডোমিটার, ডিজিটাল স্পিডোমিটার, হ্যালোজেন বাল্ব হেডলাইট এবং কিক ও ইলেকট্রিক স্টার্ট।

বাইকের কার্ব ওয়েট ১১৫ কেজি, সিটের উচ্চতা ৭৯০ মিলিমিটার এবং গ্রাউন্ড ক্লিয়ারেন্স ১৬৮ মিলিমিটার। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর