শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

প্রাইভেট কারের মাইলেজ বাড়াতে মানুন এই ৫ নিয়ম

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২৩, ০৯:৪৬ এএম

শেয়ার করুন:

car

জ্বালানি তেলের দাম বৃদ্ধির ফলে কমবেশি সবাই গাড়ির মাইলেজ নিয়ে চিন্তিত। কঠিন যান্ত্রিক বিষয়ে না গিয়ে, সামান্য কিছু অভ্যাস বদল করেও কিন্তু, গাড়ির মাইলেজ বাড়াতে পারবেন।

আরও পড়ুন: কিয়া সনেট: এই প্রাইভেট কারের রক্ষণাবেক্ষণ খরচ সবচেয়ে কম


বিজ্ঞাপন


আপনিও যদি গাড়ির মাইলেজ নিয়ে চিন্তায় থাকেন তাহলে কিছু বিষয় জেনে নিন। গাড়ির মাইলেজ যদি ভালো থাকে তাহলে তা শুধু টাকা সঞ্চয় হয় না, কম জ্বালানি খরচ হয় এবং পরিবেশও বাঁচে।

cre

দক্ষতার সঙ্গে গাড়ি চালান

গাড়ি চালানোর উদাসীনতা দেখালে তা মাইলেজ কমিয়ে দেবে। এক্ষেত্রে ঘন ঘন অ্যাক্সিলারেশন এবং ব্রেকিং এড়িয়ে চলতে হবে। একটি নির্দিষ্ট স্পিডে গাড়ি চালিয়ে যেতে হবে। গাড়ির গতি যত কমবেশি করবেন, তত বেশি জ্বালানি পুড়বে। তাই নির্দিষ্ট গতি ও ঘন ঘন ব্রেকিং এড়িয়ে গাড়ি চালালে ভালো মাইলেজ পাওয়া যাবে।


বিজ্ঞাপন


গাড়ির যত্ন নিন

গাড়িরও পর্যাপ্ত যত্নের দরকার হয়। এই যত্নের মধ্যে গাড়ির নিয়মিত পরিষ্কার করার পাশাপাশি রয়েছে নিয়মিত অয়েল, এয়ার ফিল্টার এবং স্পার্ক প্লাগ পরিবর্তন করা। এই অভ্যাস ধীরে ধীরে গাড়ির জ্বালানি দক্ষতা বাড়িয়ে তুলবে।

car4

সঠিক জ্বালানি

পেট্রোল পাম্প থেকে যে তেল ভরাচ্ছেন তার মান ভালো তো? গাড়ির জ্বালানি নিয়ে প্রস্তুতকারী সংস্থার নির্দিষ্ট গাইডলাইন থাকে তা মেনে চলা উচিত। বিশেষ করে গাড়ি যদি ওয়ারেন্টি পিরিয়ডের মধ্যে থাকে। জ্বালানির গুণগত মান যদি ভালো হয় তাহলে দক্ষতার সঙ্গে, ইঞ্জিন পরিচালনা করবে এবং গাড়ি রক্ষণাবেক্ষণের খরচ কমাবে।

গাড়ির ওজন

চার চাকায় যত ওজন নেওয়া উচিত তার থেকে বেশি ওজন থাকেল তেল খরচ বাড়তে পারে। কারণ গাড়ির ওজন বেশি হলে সেটি নির্দিষ্ট গতিতে ছুটতে ইঞ্জিনের ওপর অতিরিক্ত চাপ তৈরি হয়। আর সেই চাপ নিয়ে বেশি তেল খরচ করে গাড়ির ইঞ্জিন। ফলে মাইলেজ কমে যায়। তাই গাড়ির ওজন যত কম রাখবেন ততই ভালো।

car

ক্রুজ কন্ট্রোল ব্যবহার

বর্তমানে বহু গাড়িতে ক্রুজ কন্ট্রোল বৈশিষ্ট্য থাকে। হাইওয়ের মতো রাস্তায় গাড়ি চালানোর সময় ক্রুজ কন্ট্রোল বৈশিষ্ট্য অনেক কাজে আসে। এই সুবিধা গাড়ির গতি নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। যে কারণে মাইলেজ ভালো পাওয়া যায়। পাশাপাশি গাড়ি যদি ম্যানুয়াল ট্রান্সমিশনের হয়, তাহলে অটোমেটিক মডেলের থেকে তুলনামূলক ভালো মাইলেজ পাওয়া যায়।

এই সমস্ত টিপস মেনে চললে ধীরে ধীরে নিজের গাড়ির মাইলেজ বাড়াতে পারবেন এবং পকেটের জ্বালানির খরচও কমতে শুরু করবে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর