সবচেয়ে কম দামের গাড়ির কথা চিন্তা করলে প্রথমেই মারুতি অল্টোর কথা মনে আসে। এই কে১০ মডেলের এই গাড়ির দাম সবচেয়ে কম। বলা যায় বাংলাদেশে যে দামে একটি মোটরসাইকেল কেনা যায় তার চেয়েও কম দামে ভারতে এই গাড়ি কেনার সুযোগ রয়েছে।
বিজ্ঞাপন
ভারতে মারুতি সুজুকির সবথেকে কম দামের গাড়ি অল্টো কে১০। এই গাড়ির দাম দেশটিতে ৫ লাখ রুপি। সোয়া তিন লাখ রুপিতেও এই গাড়ি কেনা যাবে। তবে এজন্য কিছু শর্ত মানতে হবে।
ভারতের সেনাসদস্যরাই এই কম দামে মারুতি অল্টো কে১০ কিনতে পারবেন।

ক্যান্টিন স্টোর ডিপার্টমেন্ট বা সিএসডি-তে মারুতি অল্টো কে১০ লঞ্চ হয়েছে। আর এখানে জিএসটি দিতে হয় না সেনাকর্মীদের। ফলে এক্স-শোরুম মূল্যের থেকেও কম দামে কিনতে পারবেন এই হ্যাচব্যাক।
বিজ্ঞাপন
ভারতের বাজারে গাড়ির এক্স-শোরুম দাম যেখানে চার লাখ, সেখানে এটির সিএসডি দাম ৩ লাখ ৩৫ হাজার রুপি।
সিএসডিতে গাড়ির মোট সাতটি ভেরিয়েন্ট রয়েছে, ম্যানুয়াল এবং অটোমেটিক দুই ভেরিয়েন্টই পাওয়া যাবে এখানে। এমনকি পেট্রোল ও সিএনজি দুই মডেলেই কিনতে পারবেন এই চার চাকা।
এই হ্যাচব্যাকে রয়েছে ১ লিটার ডুয়াল জেট ইঞ্জিন। যা সর্বোচ্চ ৬৬.২ পিএস শক্তি এবং ৮৯ এনএম টর্ক উৎপন্ন করতে পারে। গাড়ির অটোমেটিক ভেরিয়েন্টের মাইলেজ ২৪.৯০ কিমি প্রতি লিটার এবং ম্যানুয়াল ভেরিয়েন্টের মাইলেজ ২৪.৩৯ কিমি প্রতি লিটার।

চার চাকায় রয়েছে ৭ ইঞ্চির ফ্লোটিং টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম যা সংস্থার অন্যান্য চার চাকাতেও দেখতে পাবেন। এছাড়াও রয়েছে অ্যাপেল কারপ্লে, অ্যানড্রয়েড অটো, ইউএসবি এবং ব্লুটুথ অক্স কেবিল।
সেফটির ক্ষেত্রে গাড়িতে মজুত এবিএস সিস্টেম, ডুয়াল এয়ারব্যাগ, ইলেক্ট্রনিক ব্রেক ডিস্ট্রিবিউশন, স্পিড সেন্সিং অটো ডোর, হাই-স্পিড এলার্ট ইত্যাদি। এই মুহুর্তে ভারতে উপলব্ধ সবথেকে কম দামি উচ্চ মাইলেজ সম্পন্ন গাড়ি হল অল্টো কে১০ মডেল।
এজেড

