শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মারুতি সুজুকি আনল জিমনির থান্ডার এডিশনের গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০২৩, ১০:৩১ এএম

শেয়ার করুন:

jimny car

মারুতি সুজুকির জনপ্রিয় গাড়ি জিমনি। এই গাড়ির থান্ডার এডিশন বাজারে এলো। সাশ্রয়ী দাম ও বিশেষ লুকের কারণে ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে মারুতি সুজুকি জিমনি জনপ্রিয়তা পেয়েছে। এবার এই গাড়ির নতুন এডিশন আনল। 

thunder-3


বিজ্ঞাপন


থান্ডার এডিশনের জিমনি গাড়ির ভারতীয় দাম ১০.৭৪ লাখ রুপি। থান্ডার এডিশনের জিমনির লুক ও ফিচারে পরিবর্তন আনা হয়েছে। 

আরও পড়ুন: ইলেকট্রিক গাড়ির দাম কমাল হুন্দাই

কম দামে সেরা অফ রোডার জিমনি। একে এসইভিও বলা যায়। থান্ডার এডিশনের জিমনিকে জেটা ও আলফা এই দুই ভার্সনে পাওয়া যাবে। ট্যান্ডার্ড মডেলের তুলনায় এই নতুন সংস্করণের এসইউভিতে কিছু পরিবর্তন দেখা যাবে।

মারুতি সুজুকি জিমনি থান্ডার সংস্করণটির সামনের বাম্পার, বাইরের পিছনের ভিউ মিরর, বনেট এবং সাইড ফেন্ডারে বিশেষ গার্নিশ দেখতে পাবেন। এতে সাইড ডোর ক্ল্যাডিং, ফ্রন্ট স্কিড প্লেট, ডোর সিল গার্ড এবং বিশেষ গ্রাফিক্স দেওয়া হয়েছে। এই অফ-রোড এসইউভিতে রয়েছে ৩-লিঙ্ক রিজিড এক্সেল সাসপেনশন, ইলেকট্রনিক ট্র্যাকশন কন্ট্রোল সিস্টেম। জিমনি থান্ডার এডিশন ফিচারের দিক থেকেও অনেকটাই ভালো।


বিজ্ঞাপন


thunder

মারুতি সুজুকি জিমনির ইঞ্জিন ও  মাইলেজ

ইঞ্জিন এবং মাইলেজ সম্পর্কে বললে, মারুতি সুজুকি জিমনি থান্ডার সংস্করণে একটি ১.৫ লিটার ৪ সিলিন্ডার অ্যাসপিরেটেড পেট্রোল ইঞ্জিন রয়েছে, যা ১০৫ বিএইচপি সর্বোচ্চ শক্তি এবং ১৩৪ নিউটন মিটারের সর্বোচ্চ টর্ক তৈরি করে। এই অফ-রোড এসইউভিতে ৫ স্পিড ম্যানুয়াল এবং ৪ স্পিড টর্ক কনভার্টার অটোমেটিক গিয়ারবক্স পেয়ে যাবেন। এর মাইলেজ প্রতি লিটারে ১৬.৯৪ কিলোমিটার পর্যন্ত।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর