শুক্রবার, ১১ এপ্রিল, ২০২৫, ঢাকা

টেসলার ইলেকট্রিক গাড়ি পাওয়া যাবে ২০ লাখে

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৭ নভেম্বর ২০২৩, ১২:০০ পিএম

শেয়ার করুন:

loading/img

মাত্র ২০ লাখ খরচ করলে কেনা যাবে টেসলার ইলেকট্রিক গাড়ি। তবে এই গাড়ি বাংলাদেশে পাওয়া যাবে না। পাওয়া যাবে ভারতে। দেশটির বাজারে শিগগিরই আসছে সাশ্রয়ী দামের টেসলা গাড়ি। ২০২৬ সাল নাগাদ এই গাড়ি ওই দেশে বিক্রি শুরু হবে। 

শুরুতে ভারতে টেসলা মডেল ৩, টেসলা মডেল ওয়াই বিক্রি করা হতে পারে। এসব মডেল ভারতে কেনা যাবে ২০ লাখ রুপিতে। 


বিজ্ঞাপন


tesla2

সবচেয়ে সস্তা মডেল টেসলা ৩ হল একটি বিলাসবহুল গাড়ি। যা প্রিমিয়াম সেডান হিসাবে বাজারে আসে এবং এর দাম ২০ লক্ষ রুপির নিচে হবে না। অতএব, আশা করা হচ্ছে যে মডেল ওয়াই এবং ৩ হবে টেসলার লাইনআপের ফ্ল্যাগশিপ গাড়ি এবং তাদের বিক্রয় আগামী বছর অর্থাৎ ২০২৪ সালে ভারতে শুরু হবে।

এই মুহূর্তে সবচেয়ে বড় আকর্ষণ হল ভারতে তৈরি টেসলা গাড়ি, যেগুলি ২০২৬ সালে বাজারে আসতে পারে। যার দাম প্রায় ২০ লাখ রুপি হতে পারে। 

tesla


বিজ্ঞাপন


আসতে বেশ কিছু বছর সময় নিলেও দেওয়া হবে দুর্দান্ত সব ফিচার ও স্পসিফিকেশন। তবে মনে একটি সাধারণ প্রশ্ন আসতেই পারে আপনার, যে ভারতে এই গাড়িটির দাম এত কম কেন হবে? কারণ হল লোকালাইজেশন। অর্থাৎ ভারতে তৈরির কারণে দাম কমবে, এমনটাই বলা যেতে পারে। তবে সেই মডেল তৈরি হতে দীর্ঘ সময় লাগবে। মডেলের নাম হতে পারে  টেসলা মডেল ২। যা টেসলা মডেল থ্রি-এর নিচের সেগমেন্টে থাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর