যারা মোটরসাইকেল চালান তারা প্রায়ই অভিযোগ করেন ইঞ্জিন বন্ধ করার পর কিটটিক আওয়াজ করে। শব্দটা হয় সাইলেন্সার পাইপ থেকে। এই শব্দে অনেকেই ভড়কে যান। ভাবেন তাদের বাইকে বুঝি কেনো সমস্যা হয়েছে।
যারা দীর্ঘদিন ধরে বাইক চালাচ্ছেন, তারাও হয়তো এই ব্যাপারে তেমন কিছু জানেন না।
বিজ্ঞাপন

মোটরসাইকেলের সাইলেন্সার পাইপে থাকে ক্যাটালিটিক কনভার্টার। এই কনভার্টারের ভেতরে জালের মতো একটি খুব ছোট চিরুনির মতো অংশ রয়েছে। তার উপর মূল্যবান ধাতুর একটি স্তর রয়েছে। এবং সাইলেন্সারের ভেতরে একটি পাতলা পাইপ রয়েছে যাতে শব্দ কম হয়। এটি বাইক চালানোর সময় উত্তপ্ত হয়ে যায়। বাইক চালালে তা বৃদ্ধি পায়। বাইক বন্ধ করলে সেটি সঙ্কুচিত হতে শুরু করে। ফলে এমন শব্দ শোনা যায়।

তাই আপনার বাইকেও যদি এমন শব্দ হয় তবে ঘাবড়ানোর কিছু নেই। বাইকের ইঞ্জিন বন্ধ করার কিছুক্ষণের মধ্যে শব্দ বন্ধও হয়ে যায়।
বিজ্ঞাপন
এজেড

