শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাংলাদেশে সবচেয়ে বিক্রি হয় যে ৫ গাড়ি

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০২৩, ০৪:৪০ পিএম

শেয়ার করুন:

car

বাংলাদেশে যত মডেলের গাড়ি বিক্রি হয় তার প্রায় সবটাই আমদানি করা। আমদানি করা গাড়ির দামও অত্যাধিক। কেননা, উৎপাদনকারী দেশ থেকে এ দেশে গাড়ি আমদানি করতে চড়া শুল্ক দিতে হয়। ফলে গাড়ির উৎপাদন ব্যয়ের সঙ্গে শুল্ক যোগ হয়। 

বাংলাদেশে বিক্রি হওয়া সেরা ৫টি গাড়ি সম্পর্কে জানুন। 


বিজ্ঞাপন


টয়োটা করোল্লা

৪ দরজার স্টাইলিশ সেডান হিসাবেও বিক্রি হয় আবার ৫ দরজার হ্যাচব্যাক হিসাবেও গাড়িটি বিক্রি করে টয়োটা।  পৃথিবীর অনেক দেশেই এই গাড়ির উৎপাদন বন্ধ হয়ে গেলেও বাংলাদেশে এটি পাওয়া যায়। এ দেশে সবথেকে বেশি বিক্রি হওয়া গাড়িগুলোর মধ্যে একটি মডেল টয়োটা প্রিমিও। 

car-pic

টয়োটা নোয়া


বিজ্ঞাপন


সাত জন যাত্রীকে অনায়াসে জায়গা দিতে পারে এই গাড়ি। হাইব্রিড ইঞ্জিনের সঙ্গে পাওয়া যায়। ভালো পারফরম্যান্স দিতে পারায় গাড়িটির ভালোই নাম রয়েছে বাংলাদেশের বাজারে। সিটিং ক্যাপাসিটি এবং কম দামের কারণে এই চার চাকা পছন্দ করেন মানুষজন।

টয়োটা এক্সিও

বাংলাদেশে টয়োটার আরও একটি বেস্ট সেলিং চার চাকা হল এক্সিও। এই গাড়িতে রয়েছে ১.৫ লিটার ইঞ্জিন। যা ভালো মাইলেজ দিতে পারে। শহরের ভেতর ও শহরের বাইরেও যাতায়াত করার জন্য একটি আদর্শ চার চাকা।

corolla

টয়োটা অ্যালিয়ন/হাইএস/অ্যাকুয়া

বাংলাদেশে টয়োটার দাপট সবথেকে বেশি। এই দেশে মোট যত গাড়ি বিক্রি হয় তার মধ্যে অর্ধেক বাজার দখল টয়োটার। উপরোক্ত যে গালোগুলোর কথা বলা হলো তার সঙ্গে আরো কিছু মডেল দেদারসে বিক্রি হয়। এগুলো হলো টয়োটা অ্যালিয়ন, হাইএস এবং অ্যাকুয়া। 

নিশান এক্স ট্রেইল

টয়োটা ছাড়া এই তালিকায় যে গাড়িটির কথা বলতেই হয় তা হল নিশান এক্স-ট্রেল। যদিও এর অনেকগুলো পুরনো মডেলও বিক্রি হয়। যার দাম তুলনামূলক কম। নিসান এক্স-ট্রেল দারুণ একটি ৫ সিটার এসইউভি।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর