জাপানি সুজুকির জনপ্রিয় সিরিজ জিক্সারের দাম কমল। জিক্সার সিরিজের দুই মডেলের দাম কমিয়েছে প্রতিষ্ঠানটির দেশীয় পরিবেশক র্যানকন মোটর বাইকস লিমিটেড।
এখন থেকে হ্রাসকৃত দামে কেনা যাবে সুজুকি জিক্সার এবং জিক্সার এসএফ কার্বুরেটর ভার্সন। যেটাকে বলা হয় কিং অব রেডি পিকআপ।
বিজ্ঞাপন
এখন সুজুকি জিক্সারের কার্বুরেটর-ডিস্ক ভার্সনটি বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৯৫০ টাকায়। এর আগের দাম ছিল ২ লাক ২৫ হাজার ৯৫০ টাকা। অন্যদিকে জিক্সার এসএস কার্বুরেটর-ডিস্ক ভার্সন পাওয়া যাচ্ছে ২ লাখ ৬৯ হাজার ৯৫০ টাকায়। যার আগের দাম ছিল ২ লাখ ৭২ হাজার ৯৫০ টাকা।
এই মডেল দুইটির যেকোনো একটি কিনলে সঙ্গে রাইডিং উইন্ডোব্রেকার ফ্রি দেওয়া হচ্ছে।
সুজুকি জিক্সারের প্রথম ভার্সন কার্বুরেটর। এটায় সিঙ্গেল ডিস্ক রয়েছে। এই ভার্সনটি বাংলাদেশে দারুণ জনপ্রিয়তা পায়। এরপর আসে ফুয়েল ইনজেক্ট বা এফআই ইঞ্জিনের ভার্সন। অতিসম্প্রতি এসেছে আরও একটি আপডেটেড ভার্সন। নতুন ভার্সন এফআই এবং সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া হয়েছে। গ্রাফিক্স ও লুকে পরিবর্তন আনা হয়েছে। টেইল লাইটে ভিন্ন ডিজাইন দেওয়া হয়েছে।
এজেড

