হিরোর জনপ্রিয় মোটরসাইকেল স্প্লেন্ডরের দাম কমল। বিশেষ এক অফারে ভারতে এই মোটরসাইকেলের দাম কমানো হয়েছে।
হিরোর এই অফরের নাম গ্র্যান্ড ফেস্টিভ্যাল অব ট্রাস্ট। ভারত ও বাংলাদেশে সবথেকে বেশি বিক্রি হওয়া ও সবচেয়ে বেশি মাইলেজ দেওয়া মোটরবাইক হল স্প্লেন্ডর। যা কম খরচে লুফে নেওয়ার সুযোগ।
বিজ্ঞাপন
হিরো স্প্লেন্ডর একটি মাইলেজ সাশ্রয়ী বাইক। এর রক্ষণাবেক্ষণ খরচও কম। মধ্যবিত্তের নিত্য যাতায়াতের ভরসাযোগ্য একটি দু চাকা এই স্প্লেন্ডর।

হিরো জানিয়েছে তাদের স্প্লেন্ডর বাইক মূল্য ছাড় ও কিস্তিতে কেনা যাবে।
হিরো স্প্লেন্ডর ১০০-১১০ সিসি সেগমেন্টের বেশ জনপ্রিয় বাইক। এতে রয়েছে ৯৭.২ সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড ইঞ্জিন। যা সর্বোচ্চ ৭.৯১ হর্সপাওয়ার শক্তি এবং ৮ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে রয়েছে ৪ স্পিড গিয়ারবক্স।
বিজ্ঞাপন

বাইকের দুই চাকাতেই রয়েছে ড্রাম ব্রেক এবং টেলিস্কপিক ফর্ক সাসপেনশন। হিরো স্প্লেন্ডর প্লাসের অন্যান্য ফিচার্স মিলবে ১৮ ইঞ্চি অ্যালয় হুইল, টিউবলেস টায়ার, হ্যালেজন হেডল্যাম্প, ইলেকট্রিক সেল্ফ স্টার্ট, ৯.৮ লিটার ফুয়েল ট্যাংক।
কোম্পানির দাবি অনুযায়ী, এতে যে আইথ্রিএস প্রযুক্তি রয়েছে তা বাইকের মাইলেজ বাড়াতে সাহায্য করে। বাইকের মাইলেজ কোথায় ৭০-৮০ কিলোমিটার
এজেড

