শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

Bike vs Scooter

বাইক না স্কুটার, কোনটি কিনবেন? 

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৩৬ পিএম

শেয়ার করুন:

বাইক না স্কুটার, কোনটি কিনবেন? 

অনেকেই ভাবেন মোটরসাইকেল বা বাইক পুরুষের জন্য আর স্কুটার বা স্কুটি নারীদের জন্য উপযুক্ত। কিন্তু বাইসাইকেলের কি আর নারী-পুরুষ আছে। যেকোনো মানুষই নিজের প্রয়োজন অনুযায়ী যান বেছে নিতে পারেন। তবে দুই চাকার যান হিসেবে স্কুটার না বাইক কোনটি বেশি ভালো তা নিয়ে তর্কে শেষ নেই। 

মোটরবাইক আর স্কুটারের মধ্যে তুলনা টানলে কিছু বিষয় মাথায় রাখা দরকার। এর মধ্যে রয়েছে প্রয়োজনীয়তা, মাইলেজ, কমফোর্ট এবং দাম। এর বিষয়গুলোর তুলনা দেখলেই আপনি বুঝে যাবেন কোনটি কেনা উচিত। বাইক না স্কুটার? 


বিজ্ঞাপন


bike5

প্রয়োজনীয়তা

আউটলুক বিবেচনায় বাইকের চেয়ে স্কুটার ছোট এবং ওজনে হালকা হয়। স্বল্প দূরত্বে নিয়মিত যাতায়াতের জন্য তাই এগিয়ে রয়েছে স্কুটার। এতে ভালো স্টোরেজ স্পেস পাওয়া যায়। ফলে প্রয়োজনীয় পণ্য বহন করা যায় সহজে। 

 


বিজ্ঞাপন


 

অবশ্য বর্তমানে এমন অনেক বাইকও রয়েছে যেগুলো ওজনে হালকা হয়। কিন্তু মোটরবাইকে গিয়ার এবং বিভিন্ন জটিলতা থাকে যা স্কুটারে থাকে না। তাই স্বল্প দূরত্বের জন্য হলে বাইকের চেয়ে স্কুটারই বেশি ভালো। 

bike3

কমফোর্ট

বাইকের থেকে স্কুটারের সিটের আয়তন অনেক চওড়া হয়। এক ধাপেই সহজে চড়া যায় স্কুটারে। তাই, অনেক বয়স্ক মানুষ এবং নারীদের কাছে বাইকের থেকে স্কুটার অনেক বেশি কমফোর্ট মনে হয়। অন্যদিকে মোটরবাইকেও ভালো কমফোর্ট এবং সাসপেনশন মেলে। তবে উঁচু সিট হওয়ার কারণে অনেকেই বাইক কিনতে চান না। 

 

 

মাইলেজ ও পারফরম্যান্স

বাইকের থেকে স্কুটারের পারফরম্যান্স কিন্তু কম হয়। কেননা এর ইঞ্জিন ক্যাপাসিটি কম থাকে। এছাড়া লং ট্রিপ বা লম্বা দূরত্বের ক্ষেত্রেও স্কুটার আদর্শ নয়। মসৃণ পথ না হলে এটি সহজে চালানো যায় না। এদিকে বাইক এগিয়ে রয়েছে। আর মাইলেজের কথা বললে, স্কুটার ও বাইকের মধ্যে খুব বেশি পার্থক্য নেই।

bike4

বাইকে 60-এর উপর মাইলেজ পাওয়া যায়। বর্তমানে বহু স্কুটারেও কাছাকাছি মাইলেজ পাওয়া যায়। তাই কেউ যদি, উচ্চ তেলের দামের কারণে ভালো মাইলেজ চান এবং দীর্ঘ পথ পাড়ি দেওয়ার সঙ্গী চান তাদের জন্য বাইকই ভালো অপশন। 

দাম

এক্ষেত্রে তুলনা না করলেও চলে। কারণ আমরা সবাই জানি, বাইকের থেকে অনেক কম দাম হয় স্কুটারের। অনেকক্ষেত্রে বাইকের অর্ধেক দামেই স্কুটার পাওয়া যায়। তাই রোজ স্বল্প দূরত্ব ভ্রমণের জন্য বাইক না কিনে স্কুটি কিনতে পারেন অনায়াসে। 

এনএম

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর