হোন্ডার জনপ্রিয় স্কুটার অ্যাক্টিভা এলো লিমিটেড এডিশনে। মোট দুইটি ভ্যারিয়েন্টে পাওয়া যাবে বিশেষ সংস্করণের অ্যাক্টিভা। এগুলো হলো- অ্যাক্টিভা ডিএলএক্স এবং অ্যাক্টিভা স্মার্ট।
লিমিটেড এডিশনের হোন্ডা অ্যাক্টিভার গুরুত্বপূর্ণ ফিচার হল তার ডার্ক কালার থিম এবং বডি প্যানেলের স্ট্রাইকিং স্ট্রাইপ গ্রাফিক্স সহযোগে ব্ল্যাক ক্রোম এলিমেন্ট। স্কুটারটিতে ব্ল্যাক ক্রোম গার্নিশে অ্যাক্টিভা থ্রিডি এমব্লেম ফিনিশিং দেওয়া হয়েছে এবং রিয়ার গ্র্যাব রেলে রয়েছে বডি কালার ডার্ক ফিনিশ।
বিজ্ঞাপন

নতুন সংস্করণ সম্পর্কে হোন্ডা জানিয়েছে, তরুণ প্রজন্মের ক্রেতাদের টার্গেট করেই লিমিটেড এডিশনের এই অ্যাক্টিভা নিয়ে আসা হয়েছে। ম্যাট স্টিল ব্ল্যাক মেটালিক এবং পার্ল সাইরেন ব্লু এই দুইটি রঙে স্কুটারটি ক্রয় করতে পারবেন কাস্টমাররা। রয়েছে ফাইভ-স্পোক অ্যালয় হুইলস। স্কুটারের টপ-স্পেক ভ্যারিয়েন্টে রয়েছে হোন্ডার স্মার্ট কী প্রযুক্তি।
হোন্ডা অ্যাক্টিভা লিমিটেড এডিশনে মিলবে ওবিডি২ কমপ্লায়েন্ট ১০৯.৫১ সিসির সিঙ্গেল সিলিন্ডার এয়ার-কুলড, ফুয়েল-ইনজেকটেড ইঞ্জিন। এই ইঞ্জিন থেকে ৭.৬৭৩ বিএইচপি শক্তি এবং ৮.৯ নিউটন মিটার পাওয়া যাবে।

স্কুটারের ইঞ্জিনটিতে পেয়ার করা হয়েছে একটি সিটিভি গিয়ারবক্স।
বিজ্ঞাপন
স্কুটারটির দাম ভারতে ৮০ হাজার রুপি থেকে শুরু হয়েছে।
এজেড

