শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেল

৪০০ সিসির পালসার আনছে বাজাজ

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫১ এএম

শেয়ার করুন:

pulsar ns400

এই প্রথম ৪০০ সিসির পালসার বাজারে ছাড়ার ঘোষণা দিল বাজাজ। এর আগে এত শক্তিশালী ইঞ্জিনের পালসার সড়কে দেখা যায়নি। ২০২৪ সাল নাগাদ এই মোটরসাইকেল বাজারে আসবে। 

বাজাজ অটোর সিইও রাজীব বাজাজ কিছু দিন আগেই জানিয়েছিল তারা সবথেকে বড় পালসার আনতে চলেছে। সেই বাইক কী তাহলে এনএস৪০০? 


বিজ্ঞাপন


পালসার বাইকের জনপ্রিয়তা সম্পর্কে নতুন কিছু বলার দরকার নেই। বহু মানুষের কাছে পছন্দের বাইক পালসার। এই সিরিজে এখনও পর্যন্ত যতগুলো মোটরবাইক এসেছে তার থেকেও বড়। চমকে ভরপুর নতুন পালসার আনা হবে বলে জানিয়েছেন সংস্থার সিইও রাজীব বাজাজ।

bajaj

তিনি জানান, ২০২৪ সালেই বাইকটি ভারতে লঞ্চ করা হবে। এবার শোনা যাচ্ছে সেই দুই চাকা হতে চলেছে এনএস৪০০ মডেল, আরও একটি চমক দেওয়া তথ্য হল, এই বাইকে কেটিএম বা ট্র্যাম্পের কোনো ইঞ্জিন ব্যবহার করা হবে না। সম্পূর্ণ নতুন ইঞ্জিন থাকবে এই মোটরবাইকে।

অটোমোবাইল ব্লগ ‘অটোকারে’র রিপোর্ট অনুযায়ী, এনএস২০০ মডেলের চেসিস দিয়ে তৈরি হবে এই মোটরসাইকেল। যেহেতু বড় ইঞ্জিন ক্যাপাসিটি থাকবে এই বাইকে। তাই এই চেসিস সেটি সাপোর্ট করতে পারবে বলে দাবি করা হচ্ছে। এমনও বলা হচ্ছে আসন্ন এনএস ৪০০ মডেল বাজাজ ডমিনারের চেয়েও কম হবে। বাজাজ ডমিনারের ওজন ১৯৩ কেজি। 


বিজ্ঞাপন


বাইকের ইঞ্জিন ক্ষমতা থাকতে পারে ৩৯৯ সিসি ইঞ্জিন যা সর্বোচ্চ ৪০ হর্সপাওয়ার শক্তি তৈরি করতে সক্ষম। সঙ্গে থাকছে ৬ স্পিড গিয়ারবক্স এবং স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচ। এই বাইক বাজাজের পরিকল্পনায় সবথেকে বড় পালসার হতে চলেছে ফিচার্স ও মেকানিক্যাল ফিচার্সের ক্ষেত্রে নতুন কিছু দেখা যেতে পারে।

bajaj2

ব্রেকিং এবং সেফটির জন্য নতুন পালসারের দুই চাকাতেই মিলবে ডিস্ক ব্রেক এবং ডুয়াল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। চেহারার দিকে দিয়ে বাইকে মাসকুলার লুক দিতে পারে বাজাজ। এ ছাড়া থাকবে সম্পূর্ণ এলইডি লাইটিং এবং ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার।

বাইকের দাম সম্পর্কে এখনই অনুমান লাগানো কার্যত অসম্ভব নয়। কারণ বাইকের ঘোষণা ছাড়া তেমন কোনও তথ্য়ই প্রকাশ করেনি সংস্থা। তবে বিভিন্ন রিপোর্টে দাবি, এটি ডমিনার ৪০০ মডেলের চেয়েও কম দামে পাওয়া যাবে। ভারতে বাজাজ ডমিনার বিক্রি হয় সোয়া দুই লাখ রুপিতে। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর