বাজারে এলো নতুন পালসার। মডেল বাজাজ পালসার এন১৫০। মাসকুলার ফুয়েল ট্যাংকের সঙ্গে নতুন পালসারে যোগ হয়েছে বেশ কিছু দুর্দান্ত ফিচার্স।
বাজাজ পালসার সিরিজের জনপ্রিয়তা নিয়ে আর নতুন করে বলার দরকার নেই। ইতিমধ্যে এই সিরিজের অধীনে একাধিক মোটরসাইকেল রয়েছে যা রীতিমতো ছাপ ফেলছে বাইকপ্রেমীদের মনে। সেই চাহিদা বজায় রাখতে মঙ্গলবার ভারতে আরও এক নতুন পালসার নিয়ে হাজির হয়েছে বাজাজ।
বিজ্ঞাপন

পালসার সিরিজে এর আগে পি১৫০, এন১৬০, এন২৫০ এবং এফ৩৫০ মডেলের মতো একাধিক মোটরবাইক রয়েছে। সেই তালিকায় এবার নতুন নাম এন১৫০। নাম শুনেই আশাকরি বুঝতে পারেন ১৫০ সিসির ইঞ্জিন নিয়ে এসেছে। থাকছে ডিস্ক ব্রেক এবং অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম।
এই পালসার বাইকের দাম রাখা হয়েছে ভারতে ১ লাখ ১৭ হাজার ৬৭৭ রুপি। এই সেগমেন্টে আর একটি যে বাইক রয়েছে অর্থাৎ পি১৫০ মডেল। তার দাম ১ লাখ ১৯ হাজার ৭৫৭ রুপি। প্রায় ২ হাজার রুপি দাম কম এন১৫০ মডেলেরর। তবে এই বাইকটি অনেক বেশি স্পোর্টি লুকের বলে দাবি করেছে বাজাজ।

বিজ্ঞাপন
বাইকের গ্রাফিক্স মূলত বদল করেছে সংস্থা। দেওয়া হয়েছে মাসকুলার ফুয়েল ট্যাংক এবং শার্প এলইডি প্রোজেক্টর হেডল্যাম্প। যা বাইকের সামগ্রিক চেহারা আকর্ষণীয় করে তুলবে বলে মত বাজাজের। পালসার সিরিজে এর আগে যতগুলো বাইক লঞ্চ হয়েছে কিছুটা সেরকমই ধাঁচে আনা হয়েছে নতুন এন১৫০ মডেল।
বাইকের ইঞ্জিন রয়েছে ১৪৯.৬৮ সিসি। এতে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্ট্রোক ইঞ্জিন দেওয়া হয়েছে। যা সর্বোচ্চ ১৪.৫ পিএস শক্তি এবং ১৩.৫ এনএম টর্ক তৈরি করে। সঙ্গে দেওয়া হয়েছে ৫ স্পিড গিয়ারবক্স।
বাজাজ জানিয়েছে, এর আগে ১৫০ সিসির পালসার যেমন মাইলেজ ঠিক তেমনই মাইলেজ মিলবে এন১৫০ মডেলে। অর্থাৎ নতুন মডেলে ৪০ থেকে ৪৫ কিলোমিটার মাইলেজ মিলবে।

ব্রেকিং ও সাসপেনশনের ক্ষেত্রে রয়েছে সামনে টেলিস্কপিক ফর্ক এবং পিছনে মনোশক ইউনিট, দুই চাকাতেই রয়েছে ডিস্ক ব্রেক সঙ্গে সিঙ্গেল চ্যানেল অ্যান্টি লক ব্রেকিং সিস্টেম। ফিচার্সের ক্ষেত্রে রয়েছে ডিজিটাল ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার, ডিজিটাল স্পিডোমিটার এবং ইউএসবি পোর্ট।
বাইকের কালার অপশনের ক্ষেত্রে রয়েছে - রেসিং রেড, এবনি ব্ল্যাক এবং মেটালিক পার্ল হোয়াইট, ১৫০ সিসি বাইকের বাজারে পালসার এন১৫০ বড় চমক দিতে পারে বলে আশা করছে বাজাজ।
এজেড

