শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

মোটরসাইকেল

ইয়ামাহা আনল নতুন ২ স্পোর্টস বাইক

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৯ এএম

শেয়ার করুন:

yamaha

জাপানের ইয়ামাহা আন্তর্জাতিক বাজারে উন্মোচন করল নতুন দুই মডেলের স্পোর্টস বাইক। এগুলো হলো ইয়ামাহা আর৩ এবং এমটি ৩। 

এই দুইটি বাইকেই ৩২১ সিসির লিকুইড কুলড ২ সিলিন্ডার ইঞ্জিন ব্যবহৃত হয়েছে। এই ইঞ্জিন ৪১.৪ বিএইচপি শক্তি ২৯.৬ নিউটন মিটার টর্ক উৎপাদন করতে পারে। এই ইঞ্জিনের শক্তি সঞ্চার করার জন্য সিক্স স্পিড গিয়ার বক্স দেওয়া হয়েছে। সেখানে স্লিপ ও অ্যাসিস্ট ক্লাচও দেওয়া হয়েছে।


বিজ্ঞাপন


2021-Yamaha-R3-Side-1

ইয়ামাহা আর৩ মডেলটির লুক ও ডিজাইন অনেকটাই ইয়ামাহ আর৭ এবং আর১ মডেলের মতোই। এতে ফেয়ার বডি এবং আক্রমণাত্মক রাইডিং স্ট্যান্স রাখা হয়েছে বাইকটির। সেই সঙ্গে থাকছে লো-সেট ক্লিপ অন এবং রিয়ার-সেট ফুটপেগ। বাইক দ্বয়ের ফ্রন্ট ফেসের স্টাইলিং এলিমেন্ট অনেকাংশে এমটি৭ এবং এমটি ৯ মডেলের মতোই। এতে টুইন এলইডি হেডল্যাম্প সেটআপ করা হয়েছে।

অন্যদিকে ইয়ামাহা এমটি৩ মডেলটি দেখতে অনেকটা এমটি ৭ এবং এমটি ৯ লার্জার নেকেডের মতো। যাতে ট্র্যাডিশনাল মাসকিউলার প্রোফাইল এবং বিফি স্ট্যান্স রয়েছে।

r3


বিজ্ঞাপন


এমটি৩ মডেলটিতেও রয়েছে স্পোর্টি রাইডিং স্ট্যান্স, তবে তা ইয়ামাহা আর৩-এর মতো নয়। এর রাইডিং আর্গোনমিক্স আরও স্বস্তিদায়ক করা হয়েছে এবং তার ক্রেডিটটা নিয়ে নেবে বাইকের হাইয়ার স্ট্রেইট-লাইন হ্যান্ডেলবার।

দুইটি মোটরসাইকেলই একই হার্ডওয়্যার ও সাসপেনশন সেটআপ ব্যবহার করছে। রয়েছে কেওয়াবি আপসাইড-ডাউন ফ্রন্ট ফর্ক  এবং একটি রিয়ার মনোশক  দেওয়া হয়েছে।

ব্রেকিং ডিউটির জন্য বাইকটির উভয় চাকায় রয়েছে ডিস্ক ব্রেক। এতে পেয়ার করা রয়েছে ডুয়াল-চ্যানেল এবিএস। বাইকের ফিচার্স লিস্টে ডুয়াল এলইডি হেডল্যাম্প, এলইডি ইন্ডিকেটর্স এবং এলসিডি ইনস্ট্রুমেন্ট ক্লাস্টার রয়েছে।

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর