শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ঢাকা

বাইকের তুলনা

বাজাজ সিটি ১১০ নাকি হোন্ডা শাইন ১০০ মডেল কিনবেন?

অটোমোবাইল ডেস্ক
প্রকাশিত: ২৫ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯ এএম

শেয়ার করুন:

MOTORCYCLE

বাজারে যতগুলো মডেলের কমিউটার মোটরসাইকেল আছে তার মধ্যে জনপ্রিয় দুইটি মডেল হলো বাজাজ সিটি ১১০ এবং হোন্ডা ১০০। এই দুই মডেল থেকে কোনটি কিনবেন তা অনেকেই ভেবে চিন্তে ঠিক করতে পারেন না। দুই বাইকের তুলনা করে দেখুন কোনটি আপনার পছন্দ।

বাজাজ নাকি হোন্ডা- কোন বাইক সেরা?


বিজ্ঞাপন


কারও বাড়ি থেকে অফিসের দূরত্ব অনেক আবার কেউ বা নিত্য যাতায়াতে এমন কোনও বাইক চাইছেন যা দামে হবে কম মাইলেজে হবে দুর্দান্ত। এই সব গুণই রয়েছে বাজাজ সিটি ১১০এক্স হোন্ডা শাইন ১১০ মডেলের বাইকে। 

সবচেয়ে বড় আকর্ষণ হল বাইক দুইটির দাম হাতের নাগালে। আবার মেইনটেনেন্স খরচও বেশ পকেটসই। কিন্তু প্রশ্ন হল দুই বাইকের মধ্যে কোনটা নেওয়া উচিত?

honda23

দুই বাইকের ইঞ্জিন ও মাইলেজ


বিজ্ঞাপন


বাজাজ সিটি ১১০এক্স মডেলে দেওয়া হয়েছে ১১৫ সিসির সিঙ্গেল সিলিন্ডার ৪ স্ট্রোক ইঞ্জিন রয়েছে। যা ৭০০০ আরপিএমে ৮.৬ পিএস পাওয়ার উৎপাদন করতে পারে। এই বাইকের মাইলেজ প্রতি লিটারে ৯০ কিলোমিটার। ফুয়েল ট্যাংক ক্যাপাসিটি 11 লিটার।

অন্যদিকে হোন্ডা শাইন ১০০ মডেলে রয়েছে ৯৮ সিসির সিঙ্গেল সিলিন্ডার ইঞ্জিন। ৭৫০০ আরপিএমে ৭.৩৮ পিএস শক্তি উৎপাদন করতে পারে। এই বাইকেরও মাইলেজ ৬৫ কিলোমিটার প্রতি লিটার। সর্বোচ্চ গতি ৮০-৯০ কিলোমিটার প্রতি ঘণ্টা। ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ৯ লিটার।

ব্রেকিং ও ফিচার্স কেমন?

দুই বাইকের সামনে ও পেছনের চাকায় ড্রাম ব্রেক মজুত। পাশাপাশি সিটি ১১০এক্স  ও শাইন ১০০ মডেলে রয়েছে অ্যালয় হুইল। দুই মোটরসাইকেলেই অ্যানালগ ইনস্ট্রুমেন্ট কনসোল দেখতে পাবেন। সাধারণত কমিউটার বাইকে ফিচার্স খুব বেশি দেখা যায় না। এই ধরনের বাইক তার মজবুত বডি এবং মাইলেজের জন্য পরিচিত। তাই স্পিডোমিটার, ওডোমিটার সবই থাকছে অ্যানালগ।

bike2

বাইকের আয়তন ও লাইটিং

বাজাজের বাইকের সিটের উচ্চতা ৮১২ মিলিমিটার এবং সাইনের ৭৮৬ মিলিমিটার। বাজাজ সিটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স এবং ওজন যথাক্রমে- ১৭০ মিলিমিটার এবং ১২৭ কেজি। আর সাইনের গ্রাউন্ড ক্লিয়ারেন্স ও ওজন ১৬৮ মিলিমিটার এবং ৯৯ কেজি।

সিটি ১১০এক্স থেকে ওজনে হালকা শাইন ১০০ মডেল । তবে লাইটিংয়ের ক্ষেত্রে তুলনা করলে বাজাজের বাইকটি এগিয়ে। কারণ শাইন ১০০ মডেলে ব্যবহৃত হয়েছে বাল্ব টাইপ হেডলাইট সেখানে বাজাজের এলইডি হেডলাইট/টেল লাইট টার্ন সিগন্যাল ল্যাম্প পেয়ে যাবেন।

দুই বাইকের দাম

বাজাজ সিটি ১১০এক্স মডেলের তুলনায় হোন্ডা শাইনের দাম কিছুটা বেশি। 

এজেড

ঢাকা মেইলের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

সর্বশেষ
জনপ্রিয়

সব খবর