ভারতের অটোমোবাইল নির্মাতা প্রতিষ্ঠান টাটা সাশ্রয়ী দামে নতুন ইলেকট্রিক সাইকেল আনল। সম্প্রতি ভারতের বাজারে এই নতুন ইলেকট্রিক সাইকেলঝড় তুলেছে।
বর্তমানে সারা বিশ্বে শুরু হয়ে গিয়েছে একটা বৈদ্যুতিক যুগ। প্রচলিত পেট্রোল এবং ডিজেল গাড়ির পরিবর্তে এখন ব্যাপকভাবে জনপ্রিয়তা পাচ্ছে ইলেকট্রিক গাড়ি এবং বাইক। সারা বিশ্বের যেভাবে পেট্রোল এবং ডিজেলের দাম বেড়েছে গত কয়েক বছরে, তাতে স্বাভাবিকভাবেই মানুষ বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকেছে।
বিজ্ঞাপন
কোম্পানিগুলিও প্রতিনিয়ত তাদের বৈদ্যুতিক গাড়ি এবং বাইক বাজারে আনতে শুরু করেছে। এই ধরনের বৈদ্যুতিক গাড়ি এবং বাইক যেমন আপনার টাকা সাশ্রয় করবে, তেমনি কিন্তু আপনাকে একটা দারুন অভিজ্ঞতা দেবে।

পেট্রোল এবং ডিজেল চালিত গাড়ির গতি অনেক বেশি হলেও, সেই গাড়ি রক্ষণাবেক্ষণ করতে অনেক বেশি খরচ হয়। তার পাশাপাশি সেই সমস্ত গাড়ি থেকে নির্গত ধোঁয়া পরিবেশের ক্ষতি করতে পারে ব্যাপকভাবে। তার পরিবর্তে একটু স্লো ইলেকট্রিক গাড়িতে আপনার যেমন একদিকে হবে সাশ্রয়, তেমনি পরিবেশও ভালো থাকবে।
তাই আজকাল প্রতিটি কোম্পানি, তাদের ইলেকট্রিক যানবাহন বাজারে আনতে শুরু করেছে। তবে শুধুমাত্র গাড়ি অথবা বাইক নয়, একই সাথে জনপ্রিয়তা পেয়েছে ইলেকট্রিক সাইকেল। এমন বেশ কয়েকটি কোম্পানি রয়েছে যেগুলি সস্তা দামে ভারতের বাজারে নিয়ে এসেছে একাধিক ইলেকট্রিক সাইকেল। এর মধ্যেই একটি কোম্পানি হলো টাটা স্ট্রাইডার।
বিজ্ঞাপন

স্ট্রাইডার, টাটা ইন্টারন্যাশনালের মালিকানাধীন একটি কোম্পানি, এবারে তাদের নতুন বৈদ্যুতিক সাইকেল চালু করেছে। কোম্পানি তার ই-বাইকের নাম দিয়েছে জেটা প্লাস। যা পরিবহনের ক্ষেত্রে পরিবেশ বান্ধব, নির্ভরযোগ্য এবং লাভজনক বিকল্প হিসেবে প্রমাণিত হতে পারে।
টাটার এই বাইকটিতে ২৫০ ওয়াটের বিএলডিসি মোটর ব্যবহার করেছে, যে যেকোনো আবহাওয়ায় ভালো কাজ করতে সক্ষম। এই সাইকেলে ৩৬ ভোল্ট ৬ অ্যাম্পিয়ারের ব্যাটারি প্যাক ব্যবহার করা হয়েছে, যা ২১৬ ওয়াট আওয়ার পাওয়ার আউটপুট দেয়। এটি একক চার্জে ৩০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং এর সর্বোচ্চ গতি ২৫ কিলোমিটার প্রতি ঘণ্টা।

কোম্পানি এই বৈদ্যুতিক সাইকেলে ডুয়াল ডিস্ক ব্রেক দিয়েছে, যার কারণে এটিকে আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়।
টাটার লঞ্চ করা এই সাইকেলের দাম রাখা হয়েছে ভারতে ২৬ হাজার ৯৯৫ রুপি।
এজেড

