সাশ্রয়ী দামে অধিক রেঞ্জের ইলেকট্রিক স্কুটার বাজারে এলো। এই বৈদ্যুতিক স্কুটার এনেছে ভেগ ইলেকট্রিক নামের একটি ভারতীয় স্টার্টআপ। ব্যাটারিচালিত এই বাহনটির মডেল ভেগ এস৬০।
এই মোটরচালিত স্কুটির নির্মাতা প্রতিষ্ঠান দাবি করছে হাই-পারফরম্যান্স স্কুটারটি এক চার্জে ১২০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে পারে এক চার্জে।
বিজ্ঞাপন
ভারতে পাঞ্জাবের ভাতিণ্ডায় কোম্পানির ম্যানুফ্যাকচারিং ফেসিলিটিতে তৈরি করা হয়েছে ইলেকট্রিক স্কুটারটি।
এই ইলেকট্রিক স্কুটারে রয়েছে একটি ৩ কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। যা ভারত সরকারের এআইএস ১৫৬ ফেস ২ অনুমোদিত।
এই ব্যাটারি ইউনিটটি শকপ্রুফ, ফায়ারপ্রুফ এবং ওয়াটারপ্রুফ। এই সেটআপ থাকার ফলে ই-স্কুটারটি যেমন লম্বা রেঞ্জ দিতে পারে, তেমনই আবার দ্রুততার সঙ্গে চার্জ করতে পারে, দামও কম হওয়ার সম্ভাবনা বেশি। স্কুটারটি ইক্যুইপ করা রয়েছে ২.৫ কিলোওয়াটের পিক মোটরের সঙ্গে এবং তা এক ঘণ্টার মধ্যেই ৭৫ কিলোমিটার প্রতি ঘণ্টার সর্বাধিক স্পিডে পৌঁছে যেতে পারে। রয়েছে বেশ কিছু অ্যাডভান্সড ফিচার্স। সেই তালিকায় রয়েছে ডিজিটাল ডিসপ্লে, তিনটি রাইড মোড এবং একটি কম্বাইনড ব্রেকিং সিস্টেম।

বিজ্ঞাপন
অ্যাডাপ্টেবল ব্যাটারি পারফরম্যান্সের জন্য তিনটি রাইড মোড অফার করছে ভেগ এস৬০ ইলেকট্রিক স্কুটারটি। শহর এবং মফঃস্বল দুই জায়গাতেই চালকদের জন্য আদর্শ হতে পারে এই ই-স্কুটার। রয়েছে ডিজিটাল ডিসপ্লে, যেখানে স্কুটার সম্পর্কিত একাধিক জরুরি তথ্য জেনে নেওয়া যেতে পারে। স্কুটারের সিটগুলি যথেষ্ট প্রশস্ত, কম্বাইনড্ ব্রেকিং সিস্টেম থাকার ফলে অত্যন্ত নিরাপদও বটে। রাস্তায় হ্যান্ডেল করার জন্য স্কুটারটি চমৎকার।
হাইড্রলিক সাসপেনশন দেওয়া হয়েছে এই স্কুটারে, যা রাইড কোয়ালিটি আরও উন্নত করতে পারে। ফাস্ট চার্জিং ফিচার থাকার ফলে স্কুটারটি ৪-৫ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ ভাবে চার্জ হয়ে যায় স্কুটারের ৩ কিলোওয়াটের ব্যাটারি।
ইলেকট্রিক স্কুটারটি খুবই হালকা, ব্যস্ত রাস্তায় নেভিগেট করাও সহজ এবং যেকোনো আবহওয়ায় স্কুটারটি নিয়ন্ত্রণ করাও খুব সহজ।
স্কুটারের ডিজাইন খুবই স্টাইলিশ। পাশাপাশি স্কুটারের বডি খুব শক্তপোক্ত । যে সব চালকরা ইকো-ফ্রেন্ডলি মোড অফ ট্রান্সপোর্টেশনের সন্ধান করছেন, তাদের জন্য এটি চমৎকার। অনেকটা রেঞ্জ দিতে পারে, মোটর অত্যন্ত শক্তিশালী এবং একাধিক অ্যাডভান্সড ফিচার্স থাকার ফলে এই স্কুটার সেরার সেরা কোয়ালিটি দিতে পারে। ম্যাট ব্ল্যাক, লাইট গ্রে, হোয়াইট এবং লাইট গ্রিন এই তিন রঙে পাওয়া যাবে স্কুটারটি।
ভারতের বাজারে এই স্কুটারের দাম সোয়া লাখ রুপি।
এজেড

